যোগ্য দল হিসেবেই ফাইনালে ভারত : কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৩ এএম, ১০ মার্চ ২০২১
যোগ্য দল হিসেবেই ফাইনালে ভারত : কোহলি

ঘরে মাঠে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শীপের ফাইনালে উঠেছে ভারত। ভারতই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলার যোগ্য বলে মন্তব্য কনেছেন দেশটির অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন কথা বলেছেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ শুরু হওয়ার পর বেশক’টি সিরিজ জিতেছে ভারত। ফলে পয়েন্টের হিসেবে শুরুর দিকে ভালো অবস্থায় ছিল টিম ইন্ডিয়া। তবে করোনাভাইরাস শুরুর পর বেশ কিছু টেস্ট সিরিজ বাতিল হয়ে যাওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশীপ নিয়ে নতুন নিয়ম করে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রন সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নতুন নিয়মে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলতে হলে ভারতের সামনে সমীকরণ দাঁড়ায় ইংল্যান্ডকে অন্তত ২-১ ব্যবধানে হারাতে হবে। সেই লক্ষ্যে হার দিয়ে সিরিজ শুরু করেছিল ভারত। তবে পরের তিন টেস্ট জিতে ইংল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে টিম ইন্ডিয়া। এতে ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ হয় ভারত।

ফাইনাল নিশ্চিত করার পর বিসিসিআই টিভি-তে কোহলি বলেন, ‘যোগ্য দল হিসেবেই আমরা ফাইনালে উঠেছি। গত দুই-আড়াই বছরের পারফরম্যান্স দেখলে বুঝা যাবে, ভারতই ফাইনাল খেলার যোগ্য।’

এখন ফাইনালের মতো বড় ম্যাচের দিকে নিজেদের মনোনিবেশ করতে চান কোহলি। বলেন, ‘এবার আমাদের দল হিসেবে আরও ভালো করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে খেলতে হবে। ফাইনালের মতো বড় ম্যাচের ব্যাপারে মনোনিবেশ করতে হবে। ফাইনাল খেলার জন্য আমরা সবাই মুখিয়ে আছি।’

তবে ফাইনালের প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে নিয়ে সতর্ক কোহলি। বলেন, ‘নিউজিল্যান্ড অনেক শক্তিশালী দল। তাদের বিপক্ষে যেকোনো ফরম্যাটে খেলাটা কঠিন। আর টেস্ট ফরম্যাটের ফাইনাল খেলাটা হবে আরও বেশি প্রতিন্দ্বন্দিতাপূর্ণ। নিউজিল্যান্ডকে হালকাভাবে নেওয়ার কোন উপায় নেই। আমরা ফাইনালে ভালো খেলতে চাই এবং সেরা সাফল্যই তুলে নিতে চাই।’

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পাল্টে যেতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভেন্যু

পাল্টে যেতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভেন্যু

ইংল্যান্ডের সিরিজ হার, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

ইংল্যান্ডের সিরিজ হার, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

এশিয়া কাপের স্লটে এখনো কোনো পরিবর্তন আসেনি

এশিয়া কাপের স্লটে এখনো কোনো পরিবর্তন আসেনি

আইপিএলের কারণে পিছিয়ে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

আইপিএলের কারণে পিছিয়ে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল