তিন হাফ-সেঞ্চুরিতে চট্টগ্রামের রক্ষা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১০ পিএম, ২৩ মার্চ ২০২১
তিন হাফ-সেঞ্চুরিতে চট্টগ্রামের রক্ষা

বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসরে দ্বিতীয় স্তরের ম্যাচে রাজশাহী বিভাগের বিপক্ষে খেলছে চট্টগ্রাম বিভাগ। প্রথম দিনেই তিন হাফ-সেঞ্চুরিতে রাজশাহীর বিপক্ষে ৭ উইকেটে ২৫৬ রান করেছে চট্টগ্রাম।

সোমবার (২২ মার্চ) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় চট্টগ্রাম। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি তাদের। ৫২ রানে ৪ উইকেট হারায় তারা। পারভেজ হোসেন ইমন ৬, পিনাক ঘোষ ১৫, মাহমুদুল হাসান জয় ১১ ও অধিনায়ক মমিনুল হক ৬ রান করে।

এরপর ৮৮ রানের জুটিতে দলকে খেলায় ফেরান ইয়াসির আলি ও শাহদাত হোসেন। ইয়াসির ৬৩ রানে থামলেও ৮৮ রানে অপরাজিত আছেন শাহাদাত। ২২৪ বল খেলে ৮টি চার ও ১টি ছক্কা মারেন তিনি।

সপ্তম উইকেটে মেহেদী হাসান রানাকে নিয়ে ১১৩ রানের জুটি গড়েন শাহাদাত। ৫৫ রান করে ফিরেন রানা।

রাজশাহীর পক্ষে ২টি করে উইকেট নেন ফরহাদ রেজা ও আসাদুজ্জামান পায়েল। ১টি করে উইকেট নিয়েছেন শফিকুল ইসলাম ও তাইজুল ইসলাম।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথম দিনই সাইফের সেঞ্চুরি

প্রথম দিনই সাইফের সেঞ্চুরি

করোনায় আটকে গেলেন সাদমান

করোনায় আটকে গেলেন সাদমান

এনসিএলের ২২তম আসরে কে কোন দলে খেলছেন

এনসিএলের ২২তম আসরে কে কোন দলে খেলছেন

টানা দশমবার এনসিএল’র টাইটেল স্পন্সর ওয়ালটন

টানা দশমবার এনসিএল’র টাইটেল স্পন্সর ওয়ালটন