সিলেট-ঢাকা বিভাগের ম্যাচ ড্র

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১২ এএম, ০২ এপ্রিল ২০২১
সিলেট-ঢাকা বিভাগের ম্যাচ ড্র

বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসরে দ্বিতীয় রাউন্ডের প্রথম স্তরে সিলেট ও ঢাকা বিভাগের ম্যাচটি ড্র হয়েছে। ৩১০ রানের টার্গেটে খেলতে নেমে শেষ দিন (বৃহস্পতিবার) শেষে ৫ উইকেটে ১৪৭ রান করে ঢাকা বিভাগ।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচের তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ১৮৩ রান করেছিল সিলেট বিভাগ। ছয় নম্বরে নামা আসাদউল্লাহ আল গালিব ৭৪ ও তানজিম হাসান সাকিব ২৪ রানে অপরাজিত ছিলেন।

গালিব ৮২ ও সাকিব ৩৩ রানে আউট হন। এতে ২১৯ রানে দ্বিতীয় ইনিংস শেষ করে সিলেট বিভাগ। ৩১০ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে বিরতি দিয়ে উইকেট হারায় ঢাকা বিভাগ। তবে শেষ পর্যন্ত ম্যাচটি ড্র করতে পারে ঢাকা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন সাইফ হাসান।

সিলেট বিভাগের এনামুল হক জুনিয়র ৩টি উইকেট নেন। ঢাকা বিভাগের শুভাগত হোম ম্যাচ সেরা হন। ২ ম্যাচে ১টি করে জয়-ড্র’তে ১৩ দশমিক ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ঢাকা বিভাগ। ২ ম্যাচে ১টি করে হার-ড্র’তে ১ দশমিক ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে সিলেট।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দুই দিনেই ম্যাচ শেষ, রাজশাহীর কাছে পরাস্ত বরিশাল

দুই দিনেই ম্যাচ শেষ, রাজশাহীর কাছে পরাস্ত বরিশাল

জাকিরের সেঞ্চুরিতেও হার এড়াতে পারলো না সিলেট

জাকিরের সেঞ্চুরিতেও হার এড়াতে পারলো না সিলেট

রাজশাহীকে হারিয়ে চট্টগ্রামের শুভ সূচনা

রাজশাহীকে হারিয়ে চট্টগ্রামের শুভ সূচনা

সেঞ্চুরির পর বল হাতেও উজ্জ্বল নাসির

সেঞ্চুরির পর বল হাতেও উজ্জ্বল নাসির