স্থগিত হয়ে গেল জাতীয় লিগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২১ এএম, ০২ এপ্রিল ২০২১
স্থগিত হয়ে গেল জাতীয় লিগ

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসর স্থগিত করা হয়েছে।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত টুর্নামেন্টের দু’টি রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।

নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় এখনই সুরক্ষার ব্যবস্থা হিসাবে এনসিএল স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করবো এবং অবস্থার উন্নতি হলে আমরা এ বিষয়ে পুনরায় সিদ্ধান্ত নিব। এটি প্রথম শ্রেণির ক্রিকেট এবং লিগটি ধরে রাখতে বেশ কয়েকটি ভেন্যু ব্যবহার করা হয়েছে। তাই আমরা এখনই এটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।’

গত ২২ মার্চ থেকে শুরু হয় এনসিএল। বৃহস্পতিবার (১ এপ্রিল) দ্বিতীয় রাউন্ড শেষে লিগটি স্থগিতের সিদ্ধান্ত নেয় বিসিবি। দুই রাউন্ড শেষে প্রথম স্তরে ১৩ দশমিক ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ঢাকা বিভাগ। আর দ্বিতীয় স্তরে ১২ দশমিক ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ঢাকা মেট্রো।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দুই দিনেই ম্যাচ শেষ, রাজশাহীর কাছে পরাস্ত বরিশাল

দুই দিনেই ম্যাচ শেষ, রাজশাহীর কাছে পরাস্ত বরিশাল

বল হাতে মুগ্ধতা ছড়ালো মুগ্ধ

বল হাতে মুগ্ধতা ছড়ালো মুগ্ধ

সেঞ্চুরির পর বল হাতেও উজ্জ্বল নাসির

সেঞ্চুরির পর বল হাতেও উজ্জ্বল নাসির

এনসিএলের ২২তম আসরে কে কোন দলে খেলছেন

এনসিএলের ২২তম আসরে কে কোন দলে খেলছেন