১০ বছর পর ফখর জামানের নতুন রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫১ এএম, ০৭ এপ্রিল ২০২১
১০ বছর পর ফখর জামানের নতুন রেকর্ড

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে পাকিস্তানের হয়ে একাই যেনো লড়লেন পাকিস্তানি ওপেনার ফখর জামান। ম্যাচ জেতাতে না পারলেও ১৯৩ রানের এক অনবদ্য ইনিংস খেলেন তিনি।

১৫৫ বলে ১৯৩ রান করা ফখর জামান এই ইনিংস খেলে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। গড়ে ফেলেছেন বিশ্ব রেকর্ড। রান তাড়া করতে নেমে কোনো ব্যাটসম্যানের পক্ষে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ডটি নিজের করে নিলেন তিনি।

এর আগে এই রেকর্ডটি ছিলো শেন ওয়াটসনের যেখানে তিনি করেছিলেন অপরাজিত ১৮৫ রান। ১১ই এপ্রিল ২০১১ সালে ঢাকার মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষেই ওয়াটসন এই তান্ডব চালিয়েছিলো।

ওয়াটসনের পরেই রয়েছে মহেন্দ্র সিং ধোনীর নাম, শ্রীলঙ্কার বিপক্ষে রান তাড়া করতে নেমে সেদিন জয়পুরে অপরাজিত ১৮৩ রানের অনবদ্য এক ইনিংস খেলেছিলেন তিনি। ধোনীর পরের স্থানটিও তার সতীর্থ ভিরাট কোহলির দখলে। ভারতের এই ব্যাটসম্যান পাকিস্তানের বিপক্ষে ১৮৩ রানের ইনিংস খেলেন বাংলাদেশের মাটিতে।

তালিকার পঞ্চম স্থানে রয়েছে কিউই ব্যাটসম্যান রস টেইলর, রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১৮১ রান করেছিলেন তিনি।


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল দিয়েই জাতীয় দলে ফেরার অপেক্ষায় তারা

আইপিএল দিয়েই জাতীয় দলে ফেরার অপেক্ষায় তারা

নিগার সুলতানার অপরাজিত সেঞ্চুরি, বাংলাদেশের টানা জয়

নিগার সুলতানার অপরাজিত সেঞ্চুরি, বাংলাদেশের টানা জয়

মঈন আলীর জন্য 'আলাদা' জার্সি বানালো চেন্নাই

মঈন আলীর জন্য 'আলাদা' জার্সি বানালো চেন্নাই

শিরোপা চান, নিজের লক্ষ্যও ঠিক করেছেন সাকিব

শিরোপা চান, নিজের লক্ষ্যও ঠিক করেছেন সাকিব