লঙ্কা সফরে টাইগারদের টিম লিডার সুজন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৮ এএম, ০৭ এপ্রিল ২০২১
লঙ্কা সফরে টাইগারদের টিম লিডার সুজন

ফাইল ফটো

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের 'টিম লিডার' হিসেবে দলে ফিরছেন গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন পর জাতীয় দলের দায়িত্বে ফিরছেন তিনি।

মঙ্গলবার (৬ এপ্রিল) শ্রীলঙ্কা সফর নিয়ে বিসিবির এক আলোচনা সভায় সুজনকে এই সিরিজে টিম লিডার করে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন আগে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন। তবে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের টিম লিডার হয়ে দায়িত্বে ছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

মাহমুদ সুজন বলেন, আমি আবারো বাংলাদেশ টিমের সঙ্গে যাব, এতে অবশ্যই খুশি। আর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। যদিও আমরা টেস্টে পিছিয়ে আছি।

তিনি বলেন, আমরা অবশ্যই একটা ভালো দল। আমাদের ছোট খাটো কিছু ভুলের কারণে দেশের মাটিতে দুটো সিরিজ জিততে পারিনি। আমরা এগুলা কাটিয়ে উঠে শ্রীলঙ্কায় ভালো কিছু করতে চাইবো।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১২ এপ্রিল (সোমবার) দেশ ত্যাগ করবে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর মে মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। যা আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টাইগারদের শ্রীলঙ্কা সফরে সূচি প্রকাশ

টাইগারদের শ্রীলঙ্কা সফরে সূচি প্রকাশ

শ্রীলঙ্কা সিরিজ শেষে টাইগারদের কেন্দ্রীয় চুক্তি

শ্রীলঙ্কা সিরিজ শেষে টাইগারদের কেন্দ্রীয় চুক্তি

গিনেজ বুকে ২৫ বার নাম লিখাতে চান ফয়সাল

গিনেজ বুকে ২৫ বার নাম লিখাতে চান ফয়সাল

নিগার সুলতানার অপরাজিত সেঞ্চুরি, বাংলাদেশের টানা জয়

নিগার সুলতানার অপরাজিত সেঞ্চুরি, বাংলাদেশের টানা জয়