টাইগারদের শ্রীলঙ্কা সফরে সূচি প্রকাশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৩ এএম, ২০ মার্চ ২০২১
টাইগারদের শ্রীলঙ্কা সফরে সূচি প্রকাশ

দীর্ঘ প্রতিক্ষার পর শ্রীলঙ্কার বিপক্ষে এবার টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা। বাংলাদেশ-শ্রীলঙ্কার দুই ম্যাচ টেস্ট সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২১ এপ্রিল। 

শুক্রবার (১৯ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করেছে।

বলা হয়, দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে ১২ এপ্রিল শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে কোয়ারেন্টাইন পালন শেষে কাতুনেয়েকের এসএমসিসি মাঠে ১৭ ও ১৮ এপ্রিল নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের মূল লড়াই শুরু হবে ২১ এপ্রিল (বুধবার)। ২১ থেকে ২৫ এপ্রিল প্রথম টেস্ট অনুষ্ঠিত হওয়ার পর দ্বিতীয় টেস্টে আগে তিন দিনের বিরতি পাবে বাংলাদেশ। সিরিজে শেষ ও দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৯ এপ্রিল। দুটি টেস্ট ম্যাচই ক্যান্ডিতে অনুষ্ঠিত হবে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এ সিরিজটি গত বছর মাঠে গড়ানোর কথা ছিল। তবে করোনার কারণে দুই দফা স্থগিত হয় সিরিজটি। এছাড়া গত বছরের অক্টোবর-নভেম্বরে সিরিজ সম্পন্নের প্রস্তুতি নেওয়া হলেও শ্রীলঙ্কার কঠোর কোভিড-১৯ নীতিমালায় শেষ পর্যন্ত সফরে যায়নি বাংলাদেশ।

বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট সূচি
১৭ ও ১৮ এপ্রিল : অন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচ, কাতুনায়েকে
২১ থেকে ২৫ এপ্রিল : ১ম টেস্ট, ক্যান্ডি
২৯ এপ্রিল থেকে ৩ মে : ২য় টেস্ট, ক্যান্ডি।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচ নিয়ে আশাবাদী বিসিবি

এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচ নিয়ে আশাবাদী বিসিবি

টি-টোয়েন্টি ফরম্যাটে মে’র প্রথম সপ্তাহ থেকে ডিপিএল

টি-টোয়েন্টি ফরম্যাটে মে’র প্রথম সপ্তাহ থেকে ডিপিএল

যে কারণে চলতি বছর হচ্ছে না বিপিএল

যে কারণে চলতি বছর হচ্ছে না বিপিএল

একজন কমপ্লিট শামীমকে পাচ্ছে বাংলাদেশ?

একজন কমপ্লিট শামীমকে পাচ্ছে বাংলাদেশ?