গ্লোবাল টি-টোয়েন্টি হবে মালেয়েশিয়ায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৩ এএম, ০৯ এপ্রিল ২০২১
গ্লোবাল টি-টোয়েন্টি হবে মালেয়েশিয়ায়

গ্লোবাল টি-টোয়েন্টির তৃতীয় আসরের বদলে গেল আয়োজক দেশ। করোনাভাইরাসের কারণে ২০২০ সালের আসর অনুষ্ঠিত হলেও তা কানাডায় হচ্ছে না। কানাডার বদলে এবারের আসর অনুষ্ঠিত হবে মালেয়েশিয়ায়। ছয় দল নিয়ে টুর্নামেন্টি শুরু হবে ২৮ জুন, যা চলবে ১৫ জুলাই পর্যন্ত।

২০১৮ ও ২০১৯ সালে দুটি আসর সফলভাবে হওয়ার পর করোনার কারণে ২০২০ সালের তৃতীয় আসর অনুষ্ঠিত হতে পারেনি। এখন সবকিছু পরিকল্পনা মতো থাকলে টুর্নামেন্টি কানাডার পরিবর্তে  মালেয়েশিয়ায় অনুষ্ঠিত হবে।

মালয়েশিয়ার একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু কিনরারা ওভারে ১৮ দিনের এই টুর্নামেন্টের ২২টি ম্যাচে ছয়টি দল অংশ নিবে।

২০১৮ ও ২০১৯ সালে দুটি আসরের টুর্নামেন্টে খেলেছেন ক্রিস গেইল, লাসিথ মালিঙ্গা, কাইরন পোলার্দ, আন্দ্রে রাসেল, শহিদ আফ্রিদি, শোয়েব মালিক, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ব্রেন্ড ম্যাককালামের মতো তারকা ক্রিকেটারদের।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে প্রতি দলের স্কোয়াডে 'মারকি' ক্যাটাগরিতে থাকবেন দু’জন। সব দলের স্কোয়াডে বাধ্যতামূলকভাবে কানাডার ছয়জন ক্রিকেটার থাকবে। যেখানে অন্তত তিনজন থাকবেন ইমার্জিং ক্রিকেটার। তবে এবারের আসরে প্রতি দলে মালয়েশিয়ার একজন ক্রিকেটারও রাখতে হবে।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যাঙ্গালোর পাশে বোল্ট, খুশি কোহলিরা

ব্যাঙ্গালোর পাশে বোল্ট, খুশি কোহলিরা

‘সাকিব তিনে খেললে প্লে-অফে খেলবে কলকাতা’

‘সাকিব তিনে খেললে প্লে-অফে খেলবে কলকাতা’

মঈনকে নিয়ে তাসলিমার বিতর্কিত মন্তব্যে লজ্জিত নাফিস

মঈনকে নিয়ে তাসলিমার বিতর্কিত মন্তব্যে লজ্জিত নাফিস

রেকর্ডের মুখে ধোনি, দেখে নিন সেই তালিকা

রেকর্ডের মুখে ধোনি, দেখে নিন সেই তালিকা