মার্চের সেরা খেলোয়াড় ভুবনেশ্বর কুমার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৯ এএম, ১৪ এপ্রিল ২০২১
মার্চের সেরা খেলোয়াড় ভুবনেশ্বর কুমার

ইঞ্জুরি থেকে দেড় বছর পর ফিরেই আইসিসি থেকে দারুণ এক পুরস্কার পেল ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার। চলতি বছরের মার্চ মাসের সেরা ক্রিকেটার হিসেবে তাকে পুরস্কারে ভূষিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি। 

গত বছরের আইপিএল খেলার সময় ইঞ্জুরিতে পড়ে মাঠের বাইরে চলে যান ভুবনেশ্বর কুমার। এরপর দীর্ঘদিন মাঠের বাইরেই থাকতে হয়েছে তাকে। চলতি বছরের মার্চে আবারও মাঠে ফিরেন তিনি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করেন ভারতীয় এ পেসার।

সেই সিরিজে ওয়ানডেতে ৬ উইকেট এবং টি-টোয়েন্টিতে ৪ উইকেট শিকার করেন তিনি। মূলত এই পারফরম্যান্সই তাকে আইসিসির মার্চ মাসের সেরা খেলোয়াড়ের খেতাব এনে দেয়। 

৩১ বছর বয়সী কুমার ভারতের হয়ে ১১৭ ওয়ানডেতে নিয়েছেন ১৩৮ উইকেট। এছাড়া টি-টোয়েন্টিতে তার শিকার ৪৫ উইকেট। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নতুন মাইলফলকে ক্রিস গেইল

নতুন মাইলফলকে ক্রিস গেইল

স্যামসনের রান না নেওয়াটা সঠিক ছিল : সাঙ্গাকারা

স্যামসনের রান না নেওয়াটা সঠিক ছিল : সাঙ্গাকারা

পাঞ্জাবের জয়ের নায়ক যারা

পাঞ্জাবের জয়ের নায়ক যারা

আট বোলার ও স্যামসনের সেঞ্চুরি, সবকিছু ছাপিয়ে পাঞ্জাবের জয়

আট বোলার ও স্যামসনের সেঞ্চুরি, সবকিছু ছাপিয়ে পাঞ্জাবের জয়