ক্যান্ডিতে বাংলাদেশ দল, দেওয়া হয়নি চূড়ান্ত স্কোয়াড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৯ এএম, ২০ এপ্রিল ২০২১
ক্যান্ডিতে বাংলাদেশ দল, দেওয়া হয়নি চূড়ান্ত স্কোয়াড

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ক্যান্ডিতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। নিগোম্বোতে কোয়ারেন্টাইন এবং অনুশীলন শেষে সোমবার (১৯ এপ্রিল) ক্যান্ডিতে যায় মমিনুল হকরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। তবে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়ানোর মাত্র একদিন বাকি থাকলেও দেওয়া হয়নি চূড়ান্ত স্কোয়াড।

করোনার প্রার্দুভাবের কারণে দুইবার বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজটি পরিত্যক্ত হয়েছিল। তবে সবকিছু শেষে এবার মাঠে গড়াতে যাচ্ছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অর্ন্তুভুক্ত এ টেস্ট সিরিজ।

সিরিজের প্রথম টেস্ট শুরু হবে বুধবার (২১ এপ্রিল) এবং দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল (বৃহস্পতিবার)। সিরিজের দু’টি ম্যাচই ক্যান্ডিতে অনুষ্ঠিত হবে।

গত ১২ এপ্রিল (সোমবার) ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড নিয়ে শ্রীলঙ্কায় যায় বাংলাদেশ ক্রিকেট দল। নিগোম্বোতে বাধ্যতামূলক তিনদিনের রুম কোয়ারেন্টাইন পালন শেষে নিজেদের মধ্যে দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে টাইগাররা।

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের আগে ক্যান্ডিতে পৌঁছে আজও অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ২১ সদস্য থেকে মূল স্কোয়াড ঘোষণা করেনি। বিসিবি আগেই জানিয়ে দিয়েছিল, প্রস্তুতি ম্যাচ শেষে ২১ সদস্য থেকে কমিয়ে মূল স্কোয়াড ঘোষণা করা হবে।

বাংলাদেশের প্রাথমিক দল
মমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহিদুল ইসলাম ও নুরুল হাসান সোহান।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রস্তুতির দ্বিতীয় দিনে আলো ছড়ালেন লিটন-মিরাজ

প্রস্তুতির দ্বিতীয় দিনে আলো ছড়ালেন লিটন-মিরাজ

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা দলে নতুন মুখ, ফিরলেন ম্যাথুজ

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা দলে নতুন মুখ, ফিরলেন ম্যাথুজ

প্রস্তুতি ম্যাচে ‌‘লাইন’ খুঁজে পেয়েছেন শান্ত

প্রস্তুতি ম্যাচে ‌‘লাইন’ খুঁজে পেয়েছেন শান্ত

আত্মবিশ্বাসী সাইফ, মায়ের দেশে সুযোগের অপেক্ষা

আত্মবিশ্বাসী সাইফ, মায়ের দেশে সুযোগের অপেক্ষা