তামিমকে টপকে আবারও শীর্ষে মুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৭ এএম, ২৪ এপ্রিল ২০২১
তামিমকে টপকে আবারও শীর্ষে মুশফিক

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ৯০ রান করে টেস্টে সর্বাধিক রানের রেকর্ড নিজের করে নিয়েছিলেন ওপেনার তামিম ইকবাল। তবে তামিমের সেই রেকর্ড স্থায়িত্ব পায়নি একদিনও।শুক্রবার (২৩ এপ্রিল) অপরাজিত ৬৮ রান করে তামিমকে টপকে রেকর্ডটি আবারও নিজের করে নিয়েছেন মুশফিক রহিম। 

স্বাগতি শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের আগে ৪ হাজার ৫৩৭ রান নিয়ে টেস্টে সর্বাধিক রানের রেকর্ড দখলে রেখেছিলেন ছিলেন মুশফিক। তবে প্রথম ইনিংসে ৯০ রান করলে মুশফিকের সেই রেকর্ড নিজের করে নেন তামিম ইকবাল।

৪ হাজার ৫৯৮ রান নিয়ে বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বাধিক রানের রেকর্ড নিজের করেছিলেন তামিম। তবে সেই রেকর্ড মুশফিক আবারও নিজের দখলে নিয়েছেন।

১৫৬ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলা মুশফিকের টেস্টে বর্তমান রান ৪ হাজার ৬০৫। যা বর্তমানে বাংলাদেশের টেস্টে সর্বাধিক রানের রেকর্ড।

মুশফিকের ৪ হাজার ৬০৫ রানের মাধে সেঞ্চুরি রয়েছে ৭টি। এছাড়া অপরাজিত ২১৯ রানের একটি ইনিংস রয়েছে। যা টেস্টে মুশফিকুর রহিমের সর্বোচ্চ রানের ইনিংস।

মুশফিক-তামিমের ক্রিকেটের এ লম্বা ফরম্যাটে ব্যাট হাতে দেশের পক্ষে রান সংগ্রহে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে সাকিব আল হাসান এবং মমিনুল হক। তাদের সংগ্রহে রয়েছে যথাক্রমে ৩ হাজার ৯৩০ এবং ৩ হাজার ১৭৫ রান।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

৫৪১ রানের বিপরীতে ভালোই জবাব দিচ্ছে শ্রীলঙ্কা

৫৪১ রানের বিপরীতে ভালোই জবাব দিচ্ছে শ্রীলঙ্কা

পাকিস্তান দল নিয়ে চিন্তিত ইনজামাম

পাকিস্তান দল নিয়ে চিন্তিত ইনজামাম

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ছাটাই, নতুন একজন

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ছাটাই, নতুন একজন

পাডিকাল-কোহলির ঝড়ে উড়ে গেল মোস্তাফিজদের রাজস্থান

পাডিকাল-কোহলির ঝড়ে উড়ে গেল মোস্তাফিজদের রাজস্থান