কঠিন শর্তে ফেরার সুর আমিরের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪০ এএম, ২৪ এপ্রিল ২০২১
কঠিন শর্তে ফেরার সুর আমিরের

মোহাম্মদ আমির, প্রতিভাবান একজন পাকিস্তানি বোলার। ক্যারিয়ারের শুরুতে নিজের বোলিং ক্যারিশমায় নাকাল করেছেন তারকা ব্যাটারদের। তবে ২০১০ সালে ইংল্যান্ড সিরিজে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে ক্যারিয়ারে লাগে কলঙ্কের দাগ। নিষেধাজ্ঞা থেকে ফিরেও ক্যারিয়ার ‘শেষ’ হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন বাঁহাতি এ পেসার। এখন আবারও ফিরতে চান, তবে তার পথে রয়েছে কঠিন শর্ত।

পাঞ্জাবে জন্ম নেওয়া এ পেসারের ক্যারিয়ারও ছিল বেশ সমৃদ্ধ। ৩৬ টেস্ট ম্যাচ খেলে শিকার করেছেন ১১৯ উইকেট। ৬১ ওয়ানডেতে রয়েছে ৮১ উইকেট। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আমিরের শিকার রয়েছে ৫৯ উইকেট।

নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেও কেন এতো দ্রুত আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। নেপথ্যে কারণ কী ছিল? নিজের এমন অবসর নিয়ে মুখ খুলেছেন আমির।  ক্রিকেটের ‘বাইবেল’ খ্যাত উইসডেনে এক সাক্ষাৎকারে নিজের অবসর নিয়ে কথা বলেছেন তিনি।

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান আমির। তবে এ বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আভাস দিয়েছিলেন তিনি। নিজের করা এক টুইটারে আমির তখন লিখেছিলেন, তিনি ক্রিকেটে ফিরতে পারেন যদি বর্তমান পাকিস্তান দলের টিম ম্যানেজমেন্ট পরিবর্তন হয়।

তবে কী সত্যই অবসর ভেঙে আবারও ক্রিকেটে ফিরবেন আমির? স্বাক্ষাৎকারে আমির বলেন, ‘অবসর নেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। এ মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে আমার ফেরার সম্ভাবনা নেই। তবে পরিস্থিতির (টিম ম্যানেজমেন্ট পরিবর্তন) যদি পরিবর্তন হয়, তবে কে জানে হয়তো আবারও পাকিস্তানের জার্সি গায়ে ফিরতে পারি ক্রিকেটে।’

হয়তো নিজের মনের আক্ষেপ কিংবা বোর্ড কর্মকর্তাদের প্রতি ক্ষোভ কাটলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন আমির। তবে অবসর নেওয়ার সিদ্ধান্তের পিছনের কাহিনি কী ছিল? আমির অকপটে জানান, ‘নিজের প্রাপ্য সম্মান পাচ্ছিলেন না তিনি।’

আমির বলেন, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আত্মসম্মান। আর আমার কাছে মনে হচ্ছিল, আমার প্রাপ্য সম্মান পাচ্ছিলাম না। সে জন্যই মূলত অবসরের সিদ্ধান্ত নেওয়া। পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্বে যারা আছে তারা তাদের দায়িত্ব পালন করেছে। আর আমিও আমার ক্যারিয়ারের ভালোর জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছি।’

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

তামিমকে টপকে আবারও শীর্ষে মুশফিক

তামিমকে টপকে আবারও শীর্ষে মুশফিক

পাকিস্তান দল নিয়ে চিন্তিত ইনজামাম

পাকিস্তান দল নিয়ে চিন্তিত ইনজামাম

৫৪১ রানের বিপরীতে ভালোই জবাব দিচ্ছে শ্রীলঙ্কা

৫৪১ রানের বিপরীতে ভালোই জবাব দিচ্ছে শ্রীলঙ্কা

শান্ত-মমিনুলের ব্যাটিং নৈপুণ্যে রান পাহাড়ে বাংলাদেশ

শান্ত-মমিনুলের ব্যাটিং নৈপুণ্যে রান পাহাড়ে বাংলাদেশ