পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে ৫ বাংলাদেশি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৭ এএম, ২৬ এপ্রিল ২০২১
পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে  ৫ বাংলাদেশি

করোনার কারণে স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আবারও মাঠে গড়াচ্ছে। ১ জুন থেকে শুরু হওয়া পিএসএলে বাকি ম্যাচগুলোর জন্য নতুন করে প্লেয়ার্স ড্রাফটের সিদ্ধান্ত নিয়েছে। নতুন করে এ নিলামে নাম উঠেছে পাঁচ বাংলাদেশি ক্রিকেটারের।

৪ মার্চ করোনার প্রকোপ বৃদ্ধি সহ ক্রিকেটার-স্টাফরা করোনায় আক্রান্ত হলে টুর্নামেন্ট স্থগিত  করে আয়োজকরা। নতুন সময়সূচি অনুযায়ী ১ জুন থেকে শুরু হবে পিএসএল। তবে তাতে পুরনো চুক্তিবদ্ধ ইংলিশ ক্রিকেটারদের পাবে না ফ্র্যাঞ্চাইজি দলগুলো। 

ইংল্যান্ডের ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্ট শুরু হচ্ছে জুনে, আর তাই পিএসএলে অংশ নিতে পারবে না ইংল্যান্ডের ক্রিকেটাররা। তাদের পরিবর্তে যেন বিকল্প খেলোয়াড় নিতে পারে দলগুলো সেজন্য নতুন করে প্লেয়ার্স ড্রাফট এর আয়োজন করছে তারা। 

নতুন এই প্লেয়ার্স ড্রাফটে নাম রয়েছে বাংলাদেশি পাঁচ ক্রিকেটারের। তারা হলেনঃ সাকিব আল হাসান (প্ল্যাটিনাম ক্যাটাগরি), তামিম ইকবাল (ডায়মন্ড ক্যাটাগরি) । এছাড়া সিলভার ক্যাটাগরিতে রয়েছে সাব্বির রহমান, লিটন দাস ও তাসকিন আহমেদ।

আগামী সপ্তাহে ভার্চুয়াল ভাবে এই প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]

 


শেয়ার করুন :


আরও পড়ুন

লিড নিয়ে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো শ্রীলঙ্কা

লিড নিয়ে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো শ্রীলঙ্কা

টেস্ট নিয়ে নতুন ভাবনায় আইসিসি, আসছে ‌‘দ্বিতীয় বিভাগ’

টেস্ট নিয়ে নতুন ভাবনায় আইসিসি, আসছে ‌‘দ্বিতীয় বিভাগ’

‘বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিরাপদ’

‘বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিরাপদ’

ইসলাম ধর্ম গ্রহণ করলেন প্রোটিয়া ক্রিকেটার ফরটুইন

ইসলাম ধর্ম গ্রহণ করলেন প্রোটিয়া ক্রিকেটার ফরটুইন