ভারতীয়দের জন্য বাবর আজমের প্রার্থনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৩ এএম, ২৮ এপ্রিল ২০২১
ভারতীয়দের জন্য বাবর আজমের প্রার্থনা

করোনা ভাইরাসের প্রভাবে বিপর্যস্ত ভারত। প্রতিদিন প্রাণ হারাচ্ছে হাজার হাজার মানুষ, শনাক্ত হচ্ছে ২-৩ লাখ মানুষ। এমতাবস্থায় দেশটির প্রতি সহানুভুতি প্রকাশ করেছে অনেক ক্রিকেটারই, সেই তালিকায় নতুন করে যোগ দিলেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম।

ভারতের এই দুর্দিনে ভারতীয়দের জন্য প্রার্থনা করার পাশাপাশি সহমর্মিতা জানালেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। সোমবার (২৬ এপ্রিল) নিজের ভেরিফাইড টুইটারে বাবর আজম ভারতীয়দের জন্য দোয়া করতে বলেন। একই সাথে তিনি সকলকে স্বাস্থ্যবিধি ও সরকারের দেয়া দিক নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করেন।

 বাবর তার টুইটারে লিখেন, `এমন খারাপ সময়ে ভারতের সকলের জন্য দোয়া রইল। এখনই সময় একতাবদ্ধ হওয়ার, এবং এক হয়ে দোয়া করার। আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ করব, সরকারের দিক নির্দেশনা মেনে চলার জন্য।' 

ভারতের এমন দুর্দিনে শুধু বাবর আজম নয়, আরো অনেক ক্রিকেটারই পাশে দাঁড়িয়েছে ভারতের। এমনকি অজি পেসার প্যাট কামিন্স ইতিমধ্যেই ৫০ হাজার ডলার অনুদান প্রদান করে ভারত সরকারকে। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ে টেস্ট দলে নতুন পাঁচ মুখ

পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ে টেস্ট দলে নতুন পাঁচ মুখ

ভারতে অক্সিজেন কিনতে অর্থ দিলেন কামিন্স

ভারতে অক্সিজেন কিনতে অর্থ দিলেন কামিন্স

এক বছর ড্র করুক, একসময় জেতা শিখবো : সুজন

এক বছর ড্র করুক, একসময় জেতা শিখবো : সুজন

নিউজিল্যান্ডের আগে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ডের আগে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া