ভারতে অক্সিজেন কিনতে অর্থ দিলেন কামিন্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৬ এএম, ২৭ এপ্রিল ২০২১
ভারতে অক্সিজেন কিনতে অর্থ দিলেন কামিন্স

করোনার প্রকোপ বাড়ায় নাজেহাল অবস্থা ভারতের। করোনার কারণে ইতিমধ্যেই আইপিএল ছেড়ে নিজ দেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিন ক্রিকেটার। তবে বিপদে ভারতের বন্ধু হিসেবে পাশে দাঁড়াল অজি পেসার প্যাট কামিন্স। অক্সিজেন কেনার জন্য সরকারের তহবিলে অর্থ দান করেন তিনি। 

করোনা যুদ্ধে লড়ার জন্য আর্থিক সাহায্য হিসেবে ৫০ হাজার ডলার অনুদান দেন কামিন্স। বর্তমানে আইপিএল খেলতে ভারতেই রয়েছেন কামিন্স। কলকাতার হয়ে খেলছেন তিনি। অনুদানের ব্যাপারটি নিজেই নিশ্চিত করেন কামিন্স।

সোমবার (২৬ এপ্রিল) নিজের টুইটারে তিনি এ কথা জানান। নিজের করা টুইটারে কামিন্স লিখেন `ভারত এমন একটি দেশ যেখানে আসতে আমি সবসময়ই পছন্দ করি। এখানকার মানুষজন বেশ আন্তরিক। পুরো ভারত বর্তমানে করোনার বিরুদ্ধে লড়ছে।` 

নিজের অনুদানের ব্যাপারটি নিশ্চিত করার পাশাপাশি সতীর্থদেরও এগিয়ে আসার আহবান জানান। কামিন্স তার টুইটারে লিখেন, ` আমরা বেশ ভালো জীবনযাপন করি। ভারতের এমন খারাপ সময়ে আমি আমার সতীর্থদেরও এগিয়ে আসার জন্য অনুরোধ করব। ভারতের জন্য সামান্য অর্থ দান করলাম। আশা করি সামান্য এই অর্থ  হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করবে।`

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]

 


শেয়ার করুন :


আরও পড়ুন

কমনওয়েলথ গেমসে সরাসরি খেলতে পারছে না বাংলাদেশের মেয়েরা

কমনওয়েলথ গেমসে সরাসরি খেলতে পারছে না বাংলাদেশের মেয়েরা

মমিনুল-তামিমদের আটকাতে বাড়তি বোলার নিল শ্রীলঙ্কা

মমিনুল-তামিমদের আটকাতে বাড়তি বোলার নিল শ্রীলঙ্কা

করোনা আতঙ্কে আইপিএল ছাড়ার হিড়িক

করোনা আতঙ্কে আইপিএল ছাড়ার হিড়িক

আইপিএল বন্ধ করে অক্সিজেন কেনার পরামর্শ শোয়েবের

আইপিএল বন্ধ করে অক্সিজেন কেনার পরামর্শ শোয়েবের