ভারতীয়দের রাজত্বে ভাগ বসালেন বাবর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৫ এএম, ১১ মে ২০২১
ভারতীয়দের রাজত্বে ভাগ বসালেন বাবর

ভারতীয় রাজত্বে এবার ভাগ বসিয়ে রাজার মুকুট পড়লেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

চলতি বছরের শুরু থেকে মাসের সেরা খেলোয়াড় নির্বাচন করছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রথম তিন মাসেই সেরার পুরস্কার জিতেছে ভারতের ক্রিকেটাররা। প্রথম তিন মাসে তিন বিজয়ী ছিলেন যথাক্রমে- ঋসভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন ও ভুবনেশ্বর কুমার।

চতুর্থ মাসে ভারতের কেউ নন, মাসের সেরা খেলোয়াড় হয়েছেন পাকিস্তানের বাবর। এপ্রিলে মাত্র ১টি টেস্ট খেলেছেন বাবর। এক ইনিংস ব্যাট করে কোন রান করতে পারেননি তিনি।

তিন ওয়ানডেতে একটি সেঞ্চুরিতে ৭৬ গড়ে ২২৮ রান করেছেন বাবর। পাশাপাশি আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থানেও উঠেছেন তিনি।
sportsmail24
ওয়ানডের মতো টি-টুয়েন্টিতে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন বাবর। সাত ম্যাচে একটি সেঞ্চুরিতে ৪৩ দশমিক ৫৭ গড়ে ৩০৫ রান করেছেন তিনি। গড়- ৪৩ দশমিক ৫৭। তাই এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাবর।

এছাড়া নারী ক্রিকেটে এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যান এলিসা হিলি। তিন ওয়ানডেতে ৫১ দশমিক ৬৬ গড়ে ১৫৫ রান করেছেন হিলি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে তামিমের উন্নতি

টেস্ট র‍্যাঙ্কিংয়ে তামিমের উন্নতি

ভারতে না হলে টি-টোয়েন্টি বিশ্বকাপ আরব আমিরাতে

ভারতে না হলে টি-টোয়েন্টি বিশ্বকাপ আরব আমিরাতে

পাল্লাকেলের উইকেট ছিল ‌নিম্নমানের, ডিমেরিট পয়েন্ট

পাল্লাকেলের উইকেট ছিল ‌নিম্নমানের, ডিমেরিট পয়েন্ট

অজুহাত  দেখাতে চান না বাবর

অজুহাত দেখাতে চান না বাবর