টেস্ট র‍্যাঙ্কিংয়ে তামিমের উন্নতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৪ এএম, ০৬ মে ২০২১
টেস্ট র‍্যাঙ্কিংয়ে তামিমের উন্নতি

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্মেন্সের ফল পেলেন ওপেনার তামিম ইকবাল। সর্বশেষ প্রকাশিত আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন তিনি। তামিম ছাড়াও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন মুশফিকুর রহিম এবং অধিনায়ক মমিনুল হক।

শ্রীলঙ্কা-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট এবং পাকিস্তান-জিম্বাবুয়ের প্রথম টেস্টের পর বুধববার (৫ মে) টেস্ট র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি।

পাল্লেকেলে অনুষ্ঠিত প্রথম টেস্টের দুই ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন তামিম। প্রথম টেস্টের পর প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ৩০ নম্বরে এসেছিলেন। এছাড়া দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ২০৯ রানের বিশাল ব্যবধানে হারলেও ব্যক্তিগত পারফর্মেন্সে উজ্জ্বল ছিলেন তামিম। ওই প্যারফর্মন্সে সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ২৭তম স্থানে ওঠে এসেছেন তামিম ইকবাল।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে ৪০ রান করেছিলেন মুশফিকুর রহিম। এ ইনিংসের ফলে এক ধাপ এগিয়ে ২১৪ তম স্থানে ওঠে এসেছেন তিনি। এছাড়া টেস্ট অধিনায়ক মমিনুল হকও র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৩০তম স্থানে আছেন।

বাংলাদেশের ব্যাটসম্যানদের পাশাপাশি শ্রীলঙ্কার ক্রিকেটারও র‍্যাঙ্কিংয়ে বেশ উন্নতি হয়েছে। লঙ্কান কাপ্তান দিমুথ করুণারত্নে চার ধাপ এগিয়ে ১১তম পজিশনে এসেছেন। এছাড়া নিরোশান ডিকওয়েলা, ওশাদা ফার্নান্দো এবং লাহিরু থিরিমান্নেরাও এগিয়েছেন র‍্যাঙ্কিংয়ে।

বোলার র‍্যাঙ্কিংয়ে ওপরে উঠেছেন বাংলাদেশের তাইজুল ইসলাম। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট শিকার করায় ২৫তম স্থান থেকে ২৩তম স্থানে উন্নতি হয়েছে তাইজুলের।

অভিষেক টেস্টে ১১ উইকেট শিকার করা প্রাবিন জয়াবিক্রমা প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রবেশ করেছেন। বাঁহাতি
এ স্পিনারের অবস্থান ৪৮তম স্থানে।

তবে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ অবস্থানের কোনো ধরনের পরিবর্তন আসেনি। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে আছেন যথাক্রমে- কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, মার্নাস ল্যাবুশেন, জো রুট এবং বিরাট কোহলি।

এছাড়া বোলার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন যথাক্রমে প্যাট ক্যামিন্স, রবিচন্দন অশ্বিন, নিল ওয়াগনার, জেমস অ্যান্ডারসন এবং জশ হ্যাজলেউড।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সুযোগ থাকলে করোনা প্রতিরোধী সুপার পাওয়ার নিতেন সাকিব

সুযোগ থাকলে করোনা প্রতিরোধী সুপার পাওয়ার নিতেন সাকিব

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ

বাবাকে পেতে ওয়ার্নার কন্যার আবেগঘন বার্তা

বাবাকে পেতে ওয়ার্নার কন্যার আবেগঘন বার্তা

বিশেষ ব্যবস্থায় দেশে ফিরবেন সাকিব-মোস্তাফিজ

বিশেষ ব্যবস্থায় দেশে ফিরবেন সাকিব-মোস্তাফিজ