অজুহাত দেখাতে চান না বাবর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৪ এএম, ২৫ এপ্রিল ২০২১
অজুহাত  দেখাতে চান না বাবর

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে দলের পরাজয়ে কোনো অজুহাত দেখাতে রাজি নন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বরং জিম্বাবুয়ে বোলারদের দারুণ বোলিং এবং পাকিস্তানি ব্যাটারদের ব্যর্থতাই পরাজয়ের মূল কারণ বলে মনে করেন তিনি।

শুক্রবার (২৩ এপ্রিল) ম্যাচ শেষে বাবর আজম বলেন, ‘নিজেদের ব্যর্থতাই পরাজয়ের মূল কারণ। উইকেট নিয়ে আমি অজুহাত দেখাতে চাই না। আগের ম্যাচের মতোই উইকেট ব্যাটিং সহায়ক ছিল।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ২০০ রান তাড়া করে জিতেছে পাকিস্তান, তাহলে হঠাৎ কেন এই ছন্দপতন? উত্তরে অধিনায়ক বলেন, `এটা সত্যিই হতাশাজনক পারফরম্যান্স। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও আমরা ২০০ রান তাড়া করেছি। এখানেও আমাদের জেতা উচিত ছিল, কিন্ত দুঃখের বিষয় আমরা বাজে খেলেছি।` 

ওপেনার কিংবা শুধু মিডল অর্ডার নয়, বাবর মনে করেন দলের কেউই তাঁর স্বাভাবিক খেলা উপহার দিতে পারেনি। একই সাথে স্বাগতিক বোলারদের প্রশংসাও করেন তিনি। বাবর বলেন, `শুধু মিডল অর্ডার নয়, কোন ব্যাটারই তাঁর সামর্থ্য অনুযায়ী  খেলতে পারেনি। দলগতভাবেই আমরা বাজে খেলেছি, তবে জিম্বাবুয়ের বোলারদের প্রশংসা করতেই হয়, তারা শেষ দিকে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা দারুণ।` 

নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে সিরিজ পাকিস্তানই জিতবে বলেও আশাবাদ ব্যক্ত করেন পাকিস্তান। সিরিজ নির্ধারণী ম্যাচে ২৫ এপ্রিল রবিবার মাঠে নামবে দুই দল। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

করুনারাত্নে-ধনঞ্জয়ার ব্যাটে ধুঁকছে বাংলাদেশ

করুনারাত্নে-ধনঞ্জয়ার ব্যাটে ধুঁকছে বাংলাদেশ

শচীনের উজ্জ্বল ক্যারিয়ারের পেছনে ছিল শাস্ত্রীর অবদান

শচীনের উজ্জ্বল ক্যারিয়ারের পেছনে ছিল শাস্ত্রীর অবদান

আইপিএলে আর নেই আর্চার, বিপাকে রাজস্থান

আইপিএলে আর নেই আর্চার, বিপাকে রাজস্থান

পাকিস্তানকে গুড়িয়ে দিয়ে সমতায় জিম্বাবুয়ে

পাকিস্তানকে গুড়িয়ে দিয়ে সমতায় জিম্বাবুয়ে