এক ভেন্যুতেই হবে শ্রীলঙ্কা-ভারত সিরিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২০ এএম, ১৩ মে ২০২১
এক ভেন্যুতেই হবে শ্রীলঙ্কা-ভারত সিরিজ

সবকিছু ঠিক থাকলে জুলাইয়েই মাঠে গড়াবে শ্রীলঙ্কা-ভারত সিরিজ। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে জুলাইয়ের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে ভারত। করোনা ভাইরাসের কারণে উক্ত সিরিজের সকল ম্যাচ একই ভেন্যুতে করার সিদ্ধান্তু নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। 

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এর প্রশাসনিক কমিটির চেয়ারম্যান অর্জুনা ডি সিলভা একই ভেন্যুতে সকল ম্যাচ আয়োজনের ব্যাপারটি গণমাধ্যমকে জানান। তিনি জানান, কোভিডের কারণে উক্ত সিরিজের সকল ম্যাচ কলোম্বোতে অনুষ্ঠিত হবে। 

জুলাইয়ের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে ভারত। সেখানে বাধ্যতামূলক সাতদিনের কোয়ারেন্টাইন পালন করে ম্যাচ খেলার অনুমতি পাবে তারা। 

এদিকে, পূর্বের ন্যায় এই সিরিজেও মাঠে দর্শক প্রবেশের সুযোগ থাকছে না। অর্জুনা ডি সিলভা বলেন, `এই সিরিজেও মাঠে দর্শক প্রবেশের সুযোগ থাকছে না। যেভাবে বাকি সিরিজগুলো আয়োজন করেছি এটাও সেভাবেই আয়োজন করা হবে। করোনা পরিস্থিতি এখনও স্থিতিশীল নয়।` 

একই সময়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থাকায় বিরাট কোহলি-রোহিত শর্মারা থাকবেন ইংল্যান্ডে। তাই দ্বিতীয় সারির দল নিয়েই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ভারত। 

উক্ত সিরিজে ভারতের প্রধান কোচ হিসেবে দেখা যেতে পারে রাহুল দ্রাবিড়কে। ১৪ জুলাই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইসিবির আর্থিক ক্ষতি ১৬.১ মিলিয়ন ইউরো

ইসিবির আর্থিক ক্ষতি ১৬.১ মিলিয়ন ইউরো

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার দল ঘোষণা

স্বর্ণযুগের ওয়েস্ট ইন্ডিজকে আর  দেখতে পারব না : অ্যামব্রোস

স্বর্ণযুগের ওয়েস্ট ইন্ডিজকে আর দেখতে পারব না : অ্যামব্রোস

ক্রিকেটকে বিদায়ের সিদ্ধান্ত ওয়াটলিংয়ের

ক্রিকেটকে বিদায়ের সিদ্ধান্ত ওয়াটলিংয়ের