বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার দল ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৭ এএম, ১৩ মে ২০২১
বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার দল ঘোষণা

ফাইল ফটো

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১৬ মে (রোববার) ঢাকায় পা রাখবে শ্রীলঙ্কা দল। তার আগে ১৮ সদস্যের দল ঘোষণা করলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন কুশল পেরেরা (অধিনায়ক) এবং তার সহকারী হিসেবে থাকছে কুশল মেন্ডিস।

বুধবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দল ঘোষণা করে শ্রীলঙ্কা। ঘোষিত দলে জায়গা হয়নি অনেক অভিজ্ঞ ও নিয়মিত ক্রিকেটারের। তুলনামূলক নবীন এক দল নিয়েই বাংলাদেশে আসছে লঙ্কানরা।

নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারাত্নেকে সরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ সফরে দলের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ও ব্যাটসম্যান কুশল পেরেরা।

করুনারাত্নে ছাড়াও বাংলাদেশ সফরে না আসাদের মধ্যে রয়েছেন- অ্যাঞ্জেলো ম্যাথুস, দিমুথ করুনারত্নে, দীনেশ চান্দিমাল, নুয়ান প্রদীপ, সুরঙ্গা লাকমালরা। এছাড়া ফিটনেস না থাকায় বাদ পড়েছেন ওপেনার আভিশকা ফার্নান্দো।

সূচি অনুযায়ী ১৬ মে দেশে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ঢাকায় এসে তিনদিনের কোয়ারেন্টাইন শেষে ১৯ মে থেকে অনুশীলন শুরু করবে লঙ্কানরা। সিরিজের মূল লড়াই শুরু হবে ২৩ মে। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত ২৫ ও ২৮ মে।

শ্রীলঙ্কার স্কোয়াড
কুশল জেনিথ পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), দানুশকা গুনাথিকালাকা, ধনঞ্জয় ডি সিলভা, পাথুম নিসাঙ্কা, আশেন বান্দারা, ভানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, আকিলা ধনঞ্জয়, নিরোশান ডিকভেলা, দুশমন্থ চামিরা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাকশান সান্দাকান, চামিকা করুনারাত্নে, বিনুরা ফার্নান্দো এবং শিরান ফার্নান্দো।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দ্বিতীয় সারির দল নিয়ে শ্রীলঙ্কা যাবে ভারত

দ্বিতীয় সারির দল নিয়ে শ্রীলঙ্কা যাবে ভারত

বিশ্বকাপে অভিজ্ঞ মালিঙ্গাতেই আস্থা শ্রীলঙ্কার

বিশ্বকাপে অভিজ্ঞ মালিঙ্গাতেই আস্থা শ্রীলঙ্কার

বাংলাদেশ সফরের আগে ভ্যাকসিন নিল লঙ্কান ক্রিকেটাররা

বাংলাদেশ সফরের আগে ভ্যাকসিন নিল লঙ্কান ক্রিকেটাররা

চেনা উইকেটে শ্রীলঙ্কা বধের আশা সাইফউদ্দিনের

চেনা উইকেটে শ্রীলঙ্কা বধের আশা সাইফউদ্দিনের