ব্যাটে বলে সাকিবের কঠোর পরিশ্রম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৯ এএম, ২০ মে ২০২১
ব্যাটে বলে সাকিবের কঠোর পরিশ্রম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলে দেশে ফিরলেও মাঠে ফিরতে পারেননি সাকিব আল হাসান। বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন থাকলেও ১২দিন পর মুক্তি পেয়েছেন। মুক্তি মেলার প্রথম দিন মঙ্গলবার (১৮ মে) মাঠে ফিরলেও বৃষ্টির বাধায় করতে পারেননি অনুশীলন। তবে দীর্ঘ বিরতির পর বুধবার (১৯ মে) সুযোগ পেয়ে আর বসে থাকেননি। মাঠে নেমেই ব্যাট-বলে কঠোর পরিশ্রমে নিজেকে ঝালিয়ে নিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

কোয়ারেন্টাইন শেষ হওয়ার দুই দিন আগে মঙ্গলবার মাঠে ফিরলেও বৃষ্টির কারণে সাকিব-মোস্তাফিজরা শুধু ফুটবল খেলেই মাঠ ছেড়েছিলেন। তবে ঈদের পর দ্বিতীয় দিনের মতো বুধবার পুরোদমে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান। ভারত-বাংলাদেশ মিলে দীর্ঘদিন কোয়ারেন্টাইনে থাকা সাকিব মাঠে ফিরেই যেন নেমে পড়েছিলেন নিজেকে ফিরে পাওয়া যুদ্ধে। তবে ব্যাট-বল হাতে তাকে বেশ প্রাণবন্তই দেখা যায়।

সকাল সাড়ে ১০টার দিকে মাঠে নেমেই সোজা চলে যান মিরপুরের ইনডোর স্টেডিয়ামে। সেখানে শুরুতে বেশ কিছুক্ষণ নিজের বোলিংয়ে শান দেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। দেখে মনে হচ্ছিলো যেন, নিজের বোলিং নিয়ে তেমনটা সন্তুষ্ট নন তিনি।

বার বার লাইন এবং লেন্থ নিয়ে কাজ করছিলেন তিনি। একই সাথে বলে কিভাবে আরও টার্ন নিয়ে আসা যায় সেটা নিয়েও বেশ কিছুক্ষণ কাজ করেন সাকিব। বল হাতে সতীর্থ তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদকেও কিছুক্ষণ বল করেন তিনি।

২৩ মে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে মূল লড়াই। এর আগে আরও দুইদিন নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন সাকিব আল হাসান।

শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ২২টি ম্যাচ খেলেছেন তিনি। যার মধ্যে ২১ ইনিংসে বল হাতে ১৫ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া ঘরের মাঠে সর্বশেষ ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলেছেন সাকিব আল হাসান। দীর্ঘদিন পর আবারও নিজেদের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবেন তিনি। সাকিব ভক্তদের আশা ব্যাটে-বলে আবারও জ্বলে উঠবেন সাকিব। গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ না থাকলেও টিভির সামনে বসেই দেখতে চান প্রিয় সাকিবের পারফরমেন্স।

স্পোর্টসমেইল২৪/আরকে/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :