২৮ মাসে বিসিবির টাইটেল স্পন্সর সাড়ে ৩২ কোটি টাকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৭ এএম, ২৩ মে ২০২১
২৮ মাসে বিসিবির টাইটেল স্পন্সর সাড়ে ৩২ কোটি টাকা

২০২৩ সালের অক্টোবর পর্যন্ত (২৮ মাস) ৩২ কোটি ৫৫ লাখ টাকায় হোম সিরিজের টাইটেল স্পন্সর বিক্রি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আলেশা হোল্ডিংস লিমিটেড, ওয়ালটন এবং ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম এ টাইটেল স্পন্সরের স্বত্ব পেয়েছে। যা শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হচ্ছে।

শনিবার (২২ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় জানানো হয়, বিটের মাধ্যমে ৩২ কোটি ৫৫ লাখ টাকায় স্বত্ব কিনে নিয়েছেন তারা।

একই সময় মিরপুরে রোববার (২৩ মে) থেকে শুরু হতে যাওয়া সিরিজের আনুষ্ঠানিক নামও জানানো হয়। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু ওডিআই সিরিজ ২০২১, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা- প্রেজেন্টেট বাই আলেশা মার্ট, পাওয়ার্ড বাই ওয়ালটন।’

সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন, আলেশা হোল্ডিংস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর, মার্কেটিং এন্ড কমিউনিকেশ নাহিদ জামান এবং ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম উপস্থিত ছিলেন।

এদিকে, শ্রীলঙ্কা সিরিজ থেকে শুরু করে ২০২৩ সালের ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের ঘরের মাঠের ক্রিকেট ম্যাচগুলোর সম্প্রচার স্বত্ব পেয়েছে দেশীয় মার্কেটিং এজেন্সি ‘ব্যানটেক।’ এই সময়ে মোট ৯টি হোম সিরিজে সাতটি টেস্ট, ১৮টি ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এসব ম্যাচ সম্প্রচারের বিনিময়ে বিসিবিকে ১৬১ কোটি ৫০ লাখ টাকা দিয়েছে ব্যানটেক।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে ‘কঠিন লড়াইয়’র প্রত্যাশা

শ্রীলঙ্কার বিপক্ষে ‘কঠিন লড়াইয়’র প্রত্যাশা

শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকের হাতেই থাকছে গ্লাভস

শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকের হাতেই থাকছে গ্লাভস

ইমরুল-শান্ত বাদ, স্কোয়াড নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

ইমরুল-শান্ত বাদ, স্কোয়াড নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

শ্রীলঙ্কা সিরিজে তিন নম্বরে ফিরছেন সাকিব

শ্রীলঙ্কা সিরিজে তিন নম্বরে ফিরছেন সাকিব