শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকের হাতেই থাকছে গ্লাভস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৩ এএম, ২২ মে ২০২১
শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকের হাতেই থাকছে গ্লাভস

ফাইল ফটো

উইকেটরক্ষক হিসেবে পরফরমেন্স নিয়ে প্রশ্ন উঠলেও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে মুশফিকুর রহিমের উপরেই আস্থা রাখছে বাংলাদেশ। শুধু তাই নয়, কিছু কিছু ভুলে প্রশ্ন উঠলেও ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুশফিকের হাতেই থাকছে উইকেটরক্ষকের গ্লাভস।

মুশফিকের ব্যাটিং নির্ভরতার প্রতীক হলেও উইকেটের পেছনে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় তাকে সরিয়ে দেওয়ার গুঞ্জন উঠেছিল। টেস্টে ইতিমধ্যে মুশফিকের পরিবর্তে লিটন দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের স্কোয়াডে লিটন-মোহাম্মদ মিঠুনও রয়েছে। উইকেটের পেছনে মুশফিকই থাকছেন। অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, মুশফিকের কিপিংয়ে তিনি খুশি।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে শুক্রবার (২১ মে) সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘অর্ধেক সম্ভাবনা এবং মিস হওয়া ক্যাচগুলো খেলারই অংশ। আমি জানি সে (মুশফিক) কত কঠোর পরিশ্রম করে। তাই আমার কোন অভিযোগ নেই। টিম ম্যানেজমেন্ট, কোচ (রাসেল ডোমিঙ্গো) এবং আমি অবশ্যই চাই তিনটি ওয়াানডেতে সে’ই (মুশফিক) উইকেটের পেছনে থাকুক।’

প্রশ্ন করা সাংবাদিকের উদ্দেশ্যে তামিম বলেন, ‘আপনি কিছু মিস হওয়া ক্যাচের কথা বলছেন। তবে গত ১৩-১৪ বছরে উইকেটরক্ষক হিসাবে দুর্দান্ত পারফরমেন্স করছেন সে (মুশফিক)।’

ঘরের মাঠে ব্যাটারদের পাশাপাশি বোলারদের কাছেও ভালো কিছুর প্রত্যাশা করেন তামিম। বলেন, ‘প্রত্যাশা সবসময় বেশি থাকবে। কারণ বোলাররা ভালো করবে, এটাই আমি চাই। বোলিং একটি খুব গুরুত্বপূর্ণ অংশ। অনেক সময় দেখা যায় যে, খুব ভালো ব্যাটিং করার পরও কোনো দলকে বোলিংয়ের কারণে ম্যাচ হারতে হয়। ভালো ব্যাটিং না করে, ভালো বোলিংয়ের কারণে কিছু ক্ষেত্রে আমরা ম্যাচটি জিতেছি। তাই বোলিং খুবই গুরুত্বপূর্ণ।’

এ সিরিজে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে দলে পাচ্ছেন তামিম। তারা থাকায় বোলিং বিভাগ শক্তিশালী বলে জানান তামিম। বলেন, ‘আমি আশা করছি, সকলেই এ সিরিজে ভালো করবে। কারণ আমরা জানি, ঘরের মাঠে এ সিরিজটি কতটা গুরুত্বপূর্ণ। তাই শুধুমাত্র বোলিং নয়, আমরা সব বিভাগেই ভালো করতে চাই।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কা সিরিজে তিন নম্বরে ফিরছেন সাকিব

শ্রীলঙ্কা সিরিজে তিন নম্বরে ফিরছেন সাকিব

‘সিরিজ জয়ের জন্যই খেলবে বাংলাদেশ’

‘সিরিজ জয়ের জন্যই খেলবে বাংলাদেশ’

ইমরুল-শান্ত বাদ, স্কোয়াড নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

ইমরুল-শান্ত বাদ, স্কোয়াড নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

আমাদের হারানোর কিছু নেই, বাংলাদেশ হারাতে এসেছি : উদানা

আমাদের হারানোর কিছু নেই, বাংলাদেশ হারাতে এসেছি : উদানা