ভবিষ্যতের কথা ভেবে তরুণদের সুযোগ দেওয়া হচ্ছে : ডোমিঙ্গো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪০ এএম, ২৩ মে ২০২১

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। নিজেদের মাঠের সুবিধাকে কাজে লাগিয়ে জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ দলের কোচ রাসেল ডোমিঙ্গো ঠিক এমনটাই জানিয়েছেন। একই সাথে, তরুণদের সুযোগ দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের জন্যও একটি শক্তিশালী দল তৈরি করতে চান তিনি।

শনিবার (২২ মে) সিরিজ পূর্ববর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন হেড কোচ ডোমিঙ্গো। পূর্ণ শক্তির বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করবে বলেই বিশ্বাস প্রধান কোচের। 

দল ঘোষণার পর থেকেই তরুণ খেলোয়াড়দের নিয়ে আলোচনা সমালোচনা চলে ক্রিকেটাঙ্গনে। তবে, এসবে বিরক্ত নন কোচ ডোমিঙ্গো। তিনি মনে করেন, ভবিষ্যতে শক্তিশালী দল গঠন করতে হলে তরুণদের এখন থেকেই নিয়মিত সুযোগ দিতে হবে। 

রাসেল ডোমিঙ্গো সংবাদ সম্মেলনে বলেন, 'জয় সবসময়ই গুরুত্বপূর্ণ। তবে একইসাথে ভবিষ্যতের কথাও ভাবতে হবে। কখনও কখনও অতীত-বর্তমানের চেয়ে ভবিষ্যতে বেশি মনোযোগ দিতে হয়। এটা গুরুত্বপূর্ণ এক সিরিজ। এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট নেওয়ার আছে।' 

ঘরের মাঠে লংকানদের বিপক্ষে জয় হাতছাড়া করতে চান না কোচ ডোমিঙ্গো। সাকিব-তামিম-মুশফিকদের অবসরের পর বাংলাদেশ দল যেন বড় কোন বিপদে না পড়ে সেজন্য এখন থেকেই তরুণদের আন্তর্জাতিক ম্যাচ খেলানোর পক্ষে কোচ ডোমিঙ্গো। 

এ প্রসঙ্গে তিনি বলেন, '২ বছর পর সাকিব, তামিম, রিয়াদ মুশফিকরা থাকবে না। আপনাকে নিশ্চিত করতে হবে তখন যেন এখনকার তরুণ খেলোয়াড়রা দায়িত্ব নিতে পারে। আমাদের সতর্কতার সাথে এটা সামলাতে হবে।'

নিউজিল্যান্ড সিরিজের ব্যর্থতা ভুলে সামনে এগিয়ে যাওয়াতেই মনযোগ দিতে চান কোচ ডোমিঙ্গো। অতীতের ভুল নিয়ে পড়ে থাকার চেয়ে ভুলগুলো শুধরে মাঠে ভালো পারফরম্যান্স দেয়ার পক্ষে এই কোচ। 

তিনি বলেন, 'আমরা দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছি, সন্দেহ নেই। তবে ভুল থেকে শিখতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। অতীতে পড়ে থাকার কোনো যৌক্তিকতা নেই। আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে, কৌশল কাজে লাগালে জয়ের সুযোগ আসবে।'

এদিকে, রোববার (২৩ মে) থেকে শুরু হতে যাওয়া সিরিজের আনুষ্ঠানিক নামও জানানো হয়। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু ওডিআই সিরিজ ২০২১, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা- প্রেজেন্টেট বাই আলেশা মার্ট, পাওয়ার্ড বাই ওয়ালটন।’

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

জয়-পরাজয়ের ব্যবধান কমানোর লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

জয়-পরাজয়ের ব্যবধান কমানোর লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকের হাতেই থাকছে গ্লাভস

শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকের হাতেই থাকছে গ্লাভস

ইমরুল-শান্ত বাদ, স্কোয়াড নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

ইমরুল-শান্ত বাদ, স্কোয়াড নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

শ্রীলঙ্কা সিরিজে তিন নম্বরে ফিরছেন সাকিব

শ্রীলঙ্কা সিরিজে তিন নম্বরে ফিরছেন সাকিব