দুপুরে করোনা পজিটিভ সুজন, রাতে নেগেটিভ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৯ এএম, ২৪ মে ২০২১
দুপুরে করোনা পজিটিভ সুজন, রাতে নেগেটিভ

করোনা আক্রান্ত হওয়ার কয়েক ঘণ্টা পরই আবারও করোনা নেগেটেভি হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান জাতীয় দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজন।  দ্বিতীয় টেস্ট করালে সেই ফলাফল নেগেটিভ এসেছে।

ঠান্ডাজনিত সমস্যায় সতর্কতা হিসেবে আগে থেকেই আইসোলেশনে ছিলেন সুজন। সন্দেহ থেকে শুক্রবার (২১ মে) করোনা পরীক্ষা করালে পজিটিভ আসে। তবে, আগে থেকেই দলের সাথে যুক্ত না থাকায় খেলোয়াড়দের নিয়ে তেমন কোনো উদ্বিগ্নের বিষয় ছিল না।

 

শনিবার গণমাধ্যমে সংবাদ আসে করোনা পজিটিভ হয়েছেন সুজন। পরে দ্বিতীয় টেস্টে নেগেটিভ আসে তার। ফলে আপাতত চিন্তামুক্ত খালেদ মাহমুদ সুজন। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে করোনামুক্ত হওয়ার খবরটি গণমাধ্যমকে তিনি নিজেই নিশ্চিত করেছেন। 

সর্বশেষ শ্রীলঙ্কা সফর থেকেই টাইগারদের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন সুজন। এবারও টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল। তবে শারীরিক অসুস্থতার কারণে দলের সাথে যোগ দেননি তিনি।

এদিকে, সফররত শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। তবে েএর আগেও করোনা পজিটিভ নিয়ে হয়ে গেছে এক ধাপ নাটকীয়তা। প্রথম পরীক্ষায় শ্রীলঙ্কার তিনজনের শরীরে করোনা পজিটিভ ধরা েপড়ে। যদিও দ্বিতীয় পরীক্ষায় একজন ছাড়া বাকি দুইজনের নেগেটিভ এসেছে।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

করোনা পজিটিভ ‘ফলস’, ম্যাচ নিয়ে ‘শঙ্কা’ নেই

করোনা পজিটিভ ‘ফলস’, ম্যাচ নিয়ে ‘শঙ্কা’ নেই

শ্রীলঙ্কা শিবিরে করোনার হানা, শঙ্কায় ম্যাচ

শ্রীলঙ্কা শিবিরে করোনার হানা, শঙ্কায় ম্যাচ

লিটন-সৌম্যের জ্বলে ওঠার আশায় ডোমিঙ্গো

লিটন-সৌম্যের জ্বলে ওঠার আশায় ডোমিঙ্গো

ভবিষ্যতের কথা ভেবে তরুণদের সুযোগ দেওয়া হচ্ছে : ডোমিঙ্গো

ভবিষ্যতের কথা ভেবে তরুণদের সুযোগ দেওয়া হচ্ছে : ডোমিঙ্গো