প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের ১৪ হাজার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৮ এএম, ২৪ মে ২০২১
প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের ১৪ হাজার

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সকল ফরম্যাট মিলিয়ে ১৪ হাজার রানের মাইলফলকে পা রাখলেন তিনি।  রবিবার (২৩ মে) শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাট হাতেও সাবধানী ইনিংস খেলেন তামিম। 

সিরিজের প্রথম ম্যাচে ধনাঞ্জয়া ডি সিল্ভার বলে আউট হয়ে প্যাভিলিয়ানে ফেরার আগে ৭০ বলে ৫২ রানের ইনিংস খেলেন তামিম। ছয়টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে তিনি ক্যারিয়ারের ৫১তম অর্ধ শতক হাঁকান। 

এদিকে, ১৪০০০ রানের মাইলফলকে পা দিতে তামিম সকল ফরম্যাটে মোট ৩৫৫টি ম্যাচ খেলেন। ওয়ানডেতে ২১৩ ম্যাচে প্রায় ৩৭ এভারেজে ৭৪৫২ রান করেন। 

ক্রিকেটের নতুন সংস্করণ টি-টোয়েন্টিতে বাঁহাতি এই ওপেনারের সংগ্রহ ৭৮ ম্যাচে ১৭৫৮ রান। আর টেস্টে ৩৯ গড়ে ৬৪ ম্যাচে ৪৭৮৮ রান করেন তিনি।  মোট ১৪০০০ রান করতে গিয়ে তামিম সকল ফরম্যাট মিলিয়ে শতক হাঁকান ২৩টি, যেখানে তার অর্ধ শতক রয়েছে ৮৮টি। 

পুরো আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৯৩০৩ বলে ১৪০০০ রান করা তামিমের বিদায়ের পর সিরিজের প্রথম ম্যাচে দলের হাল ধরার চেস্টা করছেন অভিজ্ঞ রিয়াদ ও মুশফিক। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৯ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১২১ রান। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যর্থতার বৃত্তেই লিটন

ব্যর্থতার বৃত্তেই লিটন

সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশের টস জয়

সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশের টস জয়

পিএসএলে যাচ্ছেন না মাহমুদউল্লাহ

পিএসএলে যাচ্ছেন না মাহমুদউল্লাহ

দুপুরে করোনা পজিটিভ সুজন, রাতে নেগেটিভ

দুপুরে করোনা পজিটিভ সুজন, রাতে নেগেটিভ