প্রোটোকল না মানায় বাদ নাসিম শাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২১ এএম, ২৬ মে ২০২১
প্রোটোকল না মানায় বাদ নাসিম শাহ

কোয়েটা গ্লাডিয়েটরস পেসার নাসিম শাহ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৬ষ্ঠ আসরে বাকি অংশ খেলতে পারবেন না। পিএসএলের প্রোটকল ভেঙে পিএসএল থেকে ছিটকে গিয়েছেন তিনি।

পিএসএলের বাকি অংশ খেলতে যাওয়া সব ক্রিকেটারকে আবুধাবিতে যাওয়ার আগে করোনা টেস্টের নেগেটিভ ফলাফল সম্বলিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। তবে নিয়ম ছিল রিপোর্ট ৪৮ ঘন্টার আগে আসা যাবে না।

নাসিম শাহ পিএসএল খেলতে যাওয়ার জন্য ১৮ মের রিপোর্ট জমা দেন। এরপরই তাকে আলাদা করে আইসোলেশনে রাখা হয়। পিএসএলের জন্য ৩ সদস্যের স্বাধীন মেডিক্যাল উপদেষ্টা কমিটির পরামর্শে তাকে আইসোলেশন থেকে সরিয়ে পিএসএল খেলতে না দেওয়ার সিদ্ধান্ত দেয়।

এ বিষয়ে পিএসএলের বাণিজ্যিক কর্মকর্তা বাবর হামিদ বলেন, 'পিসিবি তরুণ ফাস্ট বোলারকে এ ইভেন্ট থেকে সরিয়ে কোনো গর্ববোধ হচ্ছে। তবে, আমরা যদি এ প্রটোকল লঙ্ঘন মেনে নেই, তাহলে আমরা পুরো টুর্নামেন্টকেই বিপদের দিকে ঠেলে দিবো।'

তিনি আরও বলেন, 'আমরা খুশি যে কোয়েটা গ্ল্যাডিয়েটরস আমাদের এ সিদ্ধান্ত মেনে নিয়েছে। আমরা নিশ্চিত করতে চাচ্ছি আমরা সবাই কঠোর নিয়ম মানছি।'

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আমিরের দাবী অশোভনীয়: আজমল

আমিরের দাবী অশোভনীয়: আজমল

সেই মরুর দেশেই ফিরছে ভারত

সেই মরুর দেশেই ফিরছে ভারত

শহীদ আফ্রিদির বিদায়ে কপাল খুললো আরেক আফ্রিদির

শহীদ আফ্রিদির বিদায়ে কপাল খুললো আরেক আফ্রিদির

টি-টোয়েন্টি বিশ্বকাপে আমিরকে চান ওয়াসিম আকরাম

টি-টোয়েন্টি বিশ্বকাপে আমিরকে চান ওয়াসিম আকরাম