সিপিএলের পূর্ণাঙ্গ স্কোয়াড প্রকাশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৬ এএম, ৩০ মে ২০২১
সিপিএলের পূর্ণাঙ্গ স্কোয়াড প্রকাশ

প্লেয়ার ড্রাফটস শেষে ছয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড প্রকাশ করলো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) কতৃপক্ষ। সিপিএলের ৯ম আসরে খেলবে ছয় ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবে মোট ১০১ জন ক্রিকেটার। গায়ান অ্যামাজন ওয়ারিয়র্স বাদে সব দলের স্কোয়াডে ১৭ জন ক্রিকেটার আছেন। তবে গায়ানা ওয়ারিয়র্সে দলে আছেন ১৬ জন ক্রিকেটার।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে একমাত্র সাকিব আল হাসান এবারের সিপিএলে দল পেয়েছেন। তাকে দলে ভিড়িয়েছে জ্যামাইকা তালওয়াস।

জ্যামাইকা তালওয়াস

আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, কার্লোস ব্র্যাথওয়েট, রবম্যান পাওয়েল, হায়দার আলি, চ্যাডউইক ওয়ালটন, ফিদেল এডওয়ার্ডস, কায়েস আহমেদ, জেসন মোহাম্মদ, মিগায়েল প্রিটোরিয়াস, কেনার লুইস, ইব্রাহিম জাদরান, ভেরেসামি পেরমল, আভিজাই মানসিং, জশুয়া জেমস, কার্ক ম্যাকেঞ্জি ও রায়ান পারসদ।

সেন্ট লুসিয়া জুকস

ফ্যাফ ডু প্লেসিস, কিমো পল, ওয়াহাব রিয়াজ, ম্যাথু ওয়েড, আন্দ্রে ফ্লেচার, কেসরিক উইলিয়ামস, উসমান কাদির, সামিত প্যাটেল, ওবেদ মাকয়, রাহকিম কর্ণওয়েল, মার্ক ডেয়াল, রোস্টন চেজ, জ্যাভেলি গ্লেন, কিরণ কটয়, জেভর রয়্যাল, কাদিম অ্যালেইনি, আলজারি জোসেফ।

ত্রিনিবাগো নাইট রাইডার্স

কাইরন পোলার্ড, রবি রামপাল, সুনীল নারাইন, কলিন মুনরো, সন্দ্বীপ লামিচানে, ড্যারেন ব্রাভো, লেন্ডল সিমন্স, খ্যারি পিয়েরি, ইসুরু উদানা, সিকান্দার রাজা, অ্যান্ডারসন ফিলিপ, দীনেশ রামদিন, টিয়ন ওয়েবস্টার, আকিল হোসেন, জায়দিন সিলস, লিওনার্দো জুলিয়ান, আলি খান।

সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস

ডোয়াইন ব্রাভো, ক্রিস গেইল, এভিন লুইস, ফ্যাবিয়ান অ্যালেন, রসি ভ্যান ডার ডুসেন, এনরিখ নরখে, শেফরন রাদারফোর্ড, শেলডন কটরেল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ডেভন থমাস, রায়াদ এমরিট, রহমতউল্লাহ গুরবাজ, কলিন আরশিবাল্ড, জন রুস জাজ্ঞেসার, ডমিনিক ড্রেকস, জশুয়া ডি সিল্ভা, মিকাইল লুইস।

বার্বাডোস ট্রাইডেন্টস

ক্রিস মরিস, জেসন হোল্ডার, থিসারা পেরেরা, মোহাম্মদ আমির, জনসন চার্লস, শাই হোপ, ওশানে থমাস, কাইল মেয়ার্স, হেইডেন ওয়ালশ জুনিয়র, আজম খান, রেইমন রেইফার, জাস্টিন গ্রেভস, অ্যাশলেই নার্স, শফিকুল্লাহ ঘাফারি, নাঈম ইয়ং, জশুয়া বিশপ, স্মিথ প্যাটেল।

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স

নিকোলাস পুরান, শোয়েব মালিক, ইমরান তাহির, শেমরন হেট্মায়ার, মোহাম্মদ হাফিজ, ব্রেন্ডন কিং, নাভিন উল হক, রোমারিও শেফার্ড, ওয়াকার সালামখেইল, চন্দরপাল হেমরাজ, ওডিন স্মিথ, নেয়ল স্মিথ, গুডাকেশ মোটি, অ্যান্থনি ব্র্যাম্বেল, কেভিন সিনক্লেয়ার, আশমেদ নেদ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

অপেক্ষা বাড়লো সাকিবের

অপেক্ষা বাড়লো সাকিবের

১৫-০-৪, বল-ব্যাটে হতাশার এক সাকিব

১৫-০-৪, বল-ব্যাটে হতাশার এক সাকিব

ডিপিএল সফল হলে বিপিএল নিয়ে ভাববে বিসিবি

ডিপিএল সফল হলে বিপিএল নিয়ে ভাববে বিসিবি

তাসকিনের হাফ-সেঞ্চুরি

তাসকিনের হাফ-সেঞ্চুরি