সাকিব আমাদের জন্য প্লাস পয়েন্ট : শুভ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৭ এএম, ৩১ মে ২০২১
সাকিব আমাদের জন্য প্লাস পয়েন্ট : শুভ

দীর্ঘ দিন পর মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের হয়ে খেলবেন ওপেনার শামসুর রহমান শুভ। নতুন করে দলে সাকিব আল হাসান পেয়েছে ক্লাবটি। সাকিবকে পাওয়া দলের জন্য প্লাস পয়েন্ট বলে মনে করছেন শামসুর রহমান শুভ।

সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকার কারণে ২০১৯-২০ মৌসুমের দল-বদলের সময় কোনো দলই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিজেদের ডেরায় ভেড়াতে পারেনি। এবার ফ্রি ক্রিকেটার হওয়ায় মোহামেডানের হয়ে খেলবেন তিনি। তার দলে থাকাটা বাড়তি সুবিধা বলে মনে করেন শামসুর রহমান শুভ।

এ বিষয়ে শামসুর রহমান শুভ বলেন,‘অবশ্যই সাকিব থাকাটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। শুধু আমাদের না, সাকিব যে দলে থাকবে সেই দলের জন্যই ও বাড়তি সুবিধা বা শক্তি এনে দিবে। এজন্য চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আমরা এখন আরো বেশি প্রত্যাশা করছি । তবে আমাদের ধাপে ধাপে এগোতে হবে। প্রতিটা ম্যাচে ২ পয়েন্ট পাওয়া গুরুত্বপূর্ণ। প্রতি ম্যাচ ধরে এগোনোর লক্ষ্য আমাদের।’

শনিবার (৩০ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে ডিপিএল উপলক্ষে নিজেদের জার্সি উন্মোচন করে মোহামেডান স্পোর্টিং ক্লাব। জার্সি উন্মোচন নিয়ে শুভ বলেন, ‘আমার মনে হয় প্রথমবার কোন ক্লাব জার্সি উন্মোচন করলো। আমাদের জন্য এটা নতুন, সামনে আরও ক্লাব এ পথে হাঁটবে। আমাদের টিম কম্বিনেশনটা ভাল। ক্লাবের কমিটিতে যারা এসেছেন সবাই পেশাদার, খেলাটা বোঝেন, আমাদের ক্রিকেটারদের কি লাগবে তা চাওয়ার আগেই দিয়ে দিচ্ছেন। সুযোগ সুবিধার দিকে খেয়াল রাখছেন।’

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) দেশের ক্রিকেটাদের আয়ের অন্যতম পথ। বেশিরভাগ ক্রিকেটার ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করায় বোর্ড এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভ বলেন,‘খেলা শুরু হওয়া এটা খুবই ভাল উদ্যোগ। দেখেন আমরাও কিন্তু মাঠে ফেরার অপেক্ষায় ছিলাম। খেলতে না পারলে শুধু আর্থিক না আমাদের ক্রিকেটটাও ক্ষতি হয়। এখানে আমি বিসিবি, ক্লাব এবং সংশ্লিষ্ট সবাইকেই ধন্যবাদ জানাবো।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অনলাইনে ডিপিএল দেখার সুযোগ থাকছে

অনলাইনে ডিপিএল দেখার সুযোগ থাকছে

ডিপিএলে সাকিব-তামিমরা কে কোন দলে

ডিপিএলে সাকিব-তামিমরা কে কোন দলে

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পরাজয় দেখছেন ভন

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পরাজয় দেখছেন ভন

দেখে নিন ডিপিএলের সময়সূচি

দেখে নিন ডিপিএলের সময়সূচি