শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ ওভারে সাকিবদের জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১১ এএম, ০১ জুন ২০২১
শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ ওভারে সাকিবদের জয়

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) জয় দিয়ে শুরু করলো সাকিব আল হাসানের নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাব। শেষ ওভারে উত্তেজনাপূর্ণ ম্যাচে ১ বল বাকি থাকতেই শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৩ উইকেটের জয় পায় মোহামেডান।

বিকেএসপিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মোহামেডান কাপ্তান সাকিব আল হাসান। তার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে সময় নেয়নি মোহামেডানের বোলাররা।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১২৫ রান তোলে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ব্যাট হাতে তানজিদ তামিম ৩০ এবং রবিউল ইসলাম করেন ২৫ রান। শেষ দিকে সুমন খানের ব্যাটিং ঝড়ে ১২৫ রান তুলতে সক্ষম হয় শাইন পুকুর। বল হাতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২৯ রানে ২ উইকেট শিকার করেন।

sportsmail24

১২৬ রানের ছোটো লক্ষ্যে ব্যাট করতে নেমে কিছুটা ব্যাটিং বিপর্যয়ে পড়ে মোহামেডান। ইনিংসের শুরুতেই আউট প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার অভিষেক মিত্র। অভিষেকের বিদায়ের পর দলের হাল ধরেন পারভেজ ইমন এবং শামসুর রহমান শুভ। শুভর বিদায়ের পর সাকিব ঝড়ে জয়ের পথে অনেকটা এগিয়ে যায় মোহামেডান। সাকিবের বিদায়ে কিছুটা পথ হারালেও আবু হায়দার রনি এবং ইয়াসিন আরাফাতে ব্যাটে এক বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় মোহামেডান।

বিসিবি প্রেসিডেন্টস কাপে বিস্ময় জাগানো পেসার সুমন খান শাইনপুকুরের হয়ে ২৭ রানে ২ উইকেট শিকার করেন। ব্যাট হাতে সাকিবের সংগ্রহ ছিলো ২২ বলে ২৯ রান। আর বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব ১৯ দলের ব্যাটসম্যান পারভেজ ইমন করেন ৩৩ বলে ৩৯ রান।

ব্যাটে বলে দূর্দান্ত পারফর্মেন্সের কারণে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘদিন পর ডিপিএলে ফিরেই ম্যাচ সেরার পুরষ্কার পেলেন সাকিব।

আগামীকাল বিকেএসপিতে পারটেক্স স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে মোহামেডান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

খেলাঘরকে হারিয়ে আশরাফুলদের শুভ সূচনা

খেলাঘরকে হারিয়ে আশরাফুলদের শুভ সূচনা

ব্যর্থ হলেই বাদ দেওয়ার পক্ষে নয় বাবর : শাদাব

ব্যর্থ হলেই বাদ দেওয়ার পক্ষে নয় বাবর : শাদাব

বৃষ্টির হানায় বিকেএসপির প্রথম দুটি ম্যাচই বাতিল

বৃষ্টির হানায় বিকেএসপির প্রথম দুটি ম্যাচই বাতিল

মুশফিকের ব্যাটে জয়ে শুরু আবাহানীর

মুশফিকের ব্যাটে জয়ে শুরু আবাহানীর