সালমা-সুলতানাদের জন্য কোচ খুঁজছে বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৭ এএম, ০২ জুন ২০২১
সালমা-সুলতানাদের জন্য কোচ খুঁজছে বিসিবি

জাতীয় নারী ক্রিকেট দলের জন্য কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে আশানুরুপ ফল না হওয়ায় কোচ আঞ্জু জৈনের সাথে চুক্তি বাড়ায়নি বিসিবি। এরপর থেকেই কোচশূন্য অবস্থায় আছে নারী ক্রিকেটাররা।

বিশ্বকাপ ব্যর্থতার দায়ে আঞ্জু জৈন চলে যাওয়ার এক বছরের বেশি সময় পার হলেও কোনো কোচ নিয়োগ দিতে পারেনি বিসিবি। তাই জাতীয় দলের জন্য নতুন কোচ খুঁজে পেতে বিজ্ঞপ্তি দিয়েছে বোর্ড।

পূর্ণাঙ্গ হেড কোচ না থাকাকালীন নারী দলের কোচ হিসেবে কাজ করেছেন দলের সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্স। এছাড়াও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজে কোচ হিসেবে কাজ করেছেন শাহনেওয়াজ শহীদ শানু।

এখন আর অন্তবর্তীকালীন কোচ নয়, পূর্ণাঙ্গ কোচের উপর ভরসা রাখতে চাচ্ছে বিসিবি। মাঝে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার কথা ছিল ইংলিশ নারী দলের সাবেক হেড কোচ মার্ক রবিনসনের। তার সাথে কথাও চূড়ান্ত হয়েছিল। তবে, করোনাভাইরাস মহামারির কারণ দেখিয়ে তিনি আর দায়িত্ব নেননি।

চলতি বছরের জুন-জুলাইয়ে শ্রীলঙ্কায় নারী বিশ্বকাপের বাছাই পর্ব খেলবে বাংলাদেশ। তাই যতদ্রুত সম্ভব কোচ নিয়োগ দিতে চায় বিসিবি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গবন্ধু ডিপিএল : ৫ জুন পর্যন্ত মিরপুরে দিনে তিন ম্যাচ

বঙ্গবন্ধু ডিপিএল : ৫ জুন পর্যন্ত মিরপুরে দিনে তিন ম্যাচ

গণমাধ্যম বিতর্ক : ফ্রেঞ্চ ওপেনে খেলবেন না নাওমি ওসাকা

গণমাধ্যম বিতর্ক : ফ্রেঞ্চ ওপেনে খেলবেন না নাওমি ওসাকা

আর্জেন্টিনা থেকে ব্রাজিলে সরে গেল কোপা আমেরিকা

আর্জেন্টিনা থেকে ব্রাজিলে সরে গেল কোপা আমেরিকা

নোর্তজে ও ইসমাইলের হাতে বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব

নোর্তজে ও ইসমাইলের হাতে বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব