ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে তিন টাইগারের উন্নতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৮ এএম, ০৩ জুন ২০২১
ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে তিন টাইগারের উন্নতি

শ্রীলঙ্কা সিরিজ শেষে প্রকাশিত আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে উপরের দিকে উঠেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। শ্রীলঙ্কা সিরিজের ভাল খেলার স্বীকৃতি স্বরুপ র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন মাহমুদউল্লাহ, মোসাদ্দেক এবং তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজের শেষ ম্যাচের ফিফটিতে র‍্যাঙ্কিংয়ের দুই ধাপ উন্নতি করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে বর্তমানে রিয়াদের অবস্থান ৩৬। একই ম্যাচে হাফ সেঞ্চুরি করে ১২ ধাপ এগিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

সিরিজের প্রথম দুই ম্যাচে ভালো পারফর্ম না করতে পারলেও তৃতীয় ম্যাচে জ্বলে উঠেন তাসকিন আহমেদ। শেষ ম্যাচে চার উইকেট শিকার করে তিনিও আইসিসি বোলার র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন।

১২ ধাপ এগিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে তাসকিনের বর্তমান অবস্থান ৮৮তম। আর শেষ ম্যাচে ৫১ রান করা মোসাদ্দেকের বর্তমান অবস্থান ১১৩তম।

সিরিজের শেষ ম্যাচে উইকেট শূন্য থাকায় মোস্তাফিজুর রহমানের র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে। র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে বর্তমানে অবস্থান ১০ম। শেষ ম্যাচে উইকেট শূন্য থাকার পরও নিজের অবস্থানেই আছেন মেহেদি হাসান মিরাজ।

শ্রীলঙ্কা সিরিজ ব্যাট এবং বল দুই হাতেই খারাপ পারফর্মেন্স করার পরও সাকিব আল হাসানের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে কোনো প্রভাব পড়েনি। ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরেই আছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকায় ৮ দিনে ৫ ম্যাচের টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া

ঢাকায় ৮ দিনে ৫ ম্যাচের টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া

আইসিসির সেরা দশে স্কটিশ তারকা ক্যাথরিন ব্রাইস

আইসিসির সেরা দশে স্কটিশ তারকা ক্যাথরিন ব্রাইস

১৪ দলে ওয়ানডে, ২০ দলে টি-টোয়েন্টি বিশ্বকাপ

১৪ দলে ওয়ানডে, ২০ দলে টি-টোয়েন্টি বিশ্বকাপ

মরগানের পরিবর্তে সাকিবদের অধিনায়কত্বের দৌড়ে যারা

মরগানের পরিবর্তে সাকিবদের অধিনায়কত্বের দৌড়ে যারা