ঢাকায় ৮ দিনে ৫ ম্যাচের টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১০ এএম, ০৩ জুন ২০২১
ঢাকায় ৮ দিনে ৫ ম্যাচের টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের বিষয়টি নিশ্চিত হলেও জানা ছিল না শুরু হওয়ার দিনক্ষণ। অবশেষে সেটিও জানা গেল। সব কিছু ঠিক থাকলে ২ থেকে ১০ আগস্ট; অর্থাৎ ৮ দিনের মধ্যে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুইদল।

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে বসেব টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। যদিও স্বাগতিক ভ্যেনু নিয়ে এখনো শঙ্কা রয়েছে। করোনা প্রকোপের মাঝে বিশ্বকাপের আসরটি সরে যেতে পারে আরব-আমিরাতেও। বিশ্বকাপের ভাগ্য ঝুলে থাকলেও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া সিরিজের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ২ থেকে ১০ আগস্টের মধ্যে মাঠে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘২ থেকে ১০ আগস্টের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। এটি বাংলাদেশ দলের জন্য একটা বড় সুযোগ। অস্ট্রেলিয়ার মতো বড় দল বাংলাদেশের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।’

সিরিজ খেলতে ২৭ জুলাই বাংলাদেশ সফরে আসবে ক্রিকেট অস্ট্রেলিয়া। ঢাকায় পৌঁছার পর ৩ দিনের কোয়ারেন্টাইন থাকার পর ২ দিনের অনুশীলন করার সুযোগ পাবেন তারা।

সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২ আগস্ট। শেষ ম্যাচ হবে ১০ আগস্ট। ৮ দিনের ব্যবধানে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। এতো অল্প সময়ে ৫টি ম্যাচ অনুষ্ঠানে কোন সমস্যা দেখছেন না আকরাম খান। বলেন, ‘অল্প সময়ে মধ্যে ৫টি টি-টোয়েন্টি খেলতে কোন সমস্যা হবে না।’

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার এখন কাঠমিস্ত্রি!

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার এখন কাঠমিস্ত্রি!

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দুর্বলতা খুঁজে পেলেন পন্টিং

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দুর্বলতা খুঁজে পেলেন পন্টিং

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে দশটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে দশটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

তিন বছর পর  অস্ট্রেলিয়া যাচ্ছে শ্রীলঙ্কা

তিন বছর পর অস্ট্রেলিয়া যাচ্ছে শ্রীলঙ্কা