অভিষেক ম্যাচে ১২৫ বছরের রেকর্ড ভাঙলেন কনওয়ে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৫ এএম, ০৪ জুন ২০২১
অভিষেক ম্যাচে ১২৫ বছরের রেকর্ড ভাঙলেন কনওয়ে

প্রথমবার দেশের হয়ে টেস্ট খেলতে নেমেই একের পর এক রেকর্ড উল্টে পাল্টে দিলেন নিউজিল্যান্ডের অভিষিক্ত ওপেনার ডেভন কনওয়ে। লর্ডসে অভিষেক ম্যাচে বেশ মুগ্ধতা ছড়ানো ব্যাটিং করে ১২৫ বছরের পুরাতন রেকর্ডেও পরিবর্তন করে দিয়েছেন।

লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ২০০ রানের ইনিংস খেলেন তিনি। এর মাধ্যমে তৃতীয় কিউই ব্যাটসম্যান হিসেবে লর্ডসের দেড়শ পার করা ইনিংস খেললেন কনওয়ে।

লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে প্রথম দিনে ১৩৬ রানে অপরাজিত ছিলেন। বুধবার (২ জুন) প্রথম দিনই ভাঙেন লর্ডসে অভিষেক টেস্টে সর্বোচ্চ রানের ইনিংস। এত দিন এ রেকর্ডের দখলদার ছিলেন সৌরভ গাঙ্গুলি। তিনি করেছিলেন ১৩১ রান।

বৃহস্পতিবার (৩ জুন) ১৩৬ রান থেকে শুরু করেন ব্যাটিং। দিনের শুরুতেই ইংল্যান্ডের মাটিতে টেস্ট অভিষেকে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন কনওয়ে। এ সময়ে পিছনে ফেলেন সাবেক দুই ইংলিশ ব্যাটসম্যান কেএস রনজিত সিংজীকে। রনজিত সিংজী ইংল্যান্ডের মাটিতে অভিষেক টেস্টে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ১৯৪৯ সালে। তার সে ইনিংস ছিল ১৫৪ রানের।

এছাড়াও অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন আরও কয়েকটি রেকর্ড। অভিষেকে দেশের বাইরে এবং ক্রিকেট তীর্থ লর্ডসে ডাবল সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার ডেভন কনওয়ে।

এত ভালো রেকর্ডের মধ্যে একটি যন্ত্রণাদায়ক রেকর্ডও গড়েছেন ডেভন কনওয়ে। অভিষেকে সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় ব্যক্তি হিসেবে রান আউট হয়েছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিব ব্যর্থতার পরও মোহামেডানের জয়

সাকিব ব্যর্থতার পরও মোহামেডানের জয়

সিডনি থান্ডার্সের দায়িত্ব নিচ্ছেন বিশ্বকাপজয়ী কোচ ট্রেভর বেইলিস

সিডনি থান্ডার্সের দায়িত্ব নিচ্ছেন বিশ্বকাপজয়ী কোচ ট্রেভর বেইলিস

নতুন এক রেকর্ডে ইংলিশ পেসার অ্যান্ডারসন

নতুন এক রেকর্ডে ইংলিশ পেসার অ্যান্ডারসন

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে তিন টাইগারের উন্নতি

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে তিন টাইগারের উন্নতি