প্রাইম ব্যাংক, ব্রাদার্স ও রূপগঞ্জের সহজ জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৯ পিএম, ০৯ জুন ২০২১
প্রাইম ব্যাংক, ব্রাদার্স ও রূপগঞ্জের সহজ জয়

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পঞ্চম রাউন্ডে সহজ জয়ের স্বাদ নিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ও লিজেন্ডস অব রূপগঞ্জ। শেখ জামালকে ৭ উইকেটে প্রাইম ব্যাংক, পারটেক্সকে ৩৩ রানে ব্রাদার্স এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ১৪ রানে হারিয়েছে রূপগঞ্জ।

মঙ্গলবার (৮ জুন) সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে শেখ জামালের বিপক্ষে টস হেরে প্রথমে বোলিং করতে নামে প্রাইম ব্যাংক। শেখ জামালকে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রানে আটকে দেয় প্রাইম ব্যাংকের বোলাররা। সাত নম্বরে নামা সোহরাওয়ার্দি শুভ সর্বোচ্চ ৩৪ রান করেন। প্রাইম ব্যাংকের রুবেল হোসেন-মোস্তাফিজুর রহমান ২টি করে উইকেট নেন।

১৩৪ রানের সহজ লক্ষ্য ৩ বল বাকি রেখে স্পর্শ করে প্রাইম ব্যাংক। ওপেনার রনি তালুকদার ৩৪ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৮ রান করেন। ম্যাচ সেরাও হন তিনি। এছাড়া তামিম ইকবাল ২৩, অধিনায়ক এনামুল হক ৩৫ রান করেন। ১৯ বলে ২১ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ মিঠুন।

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে পারটেক্সের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ব্রাদার্স। উপরের সারির ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও ছয় নম্বরে নামা রাহাতুল ফেরদৌস হাফ-সেঞ্চুরি তুলে নেন। তাকে সঙ্গ দিয়েছেন নাইম ইসলাম জুনিয়র।

৪৪ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৫৪ রান করেন রাহাতুল। ২১ বলে ৩৪ রান করেন নাঈম। রাহাতুল-নাইমের ব্যাটিং দৃঢ়তায় ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান করে ব্রাদার্স। পারটেক্সের জয়নুল ইসলাম-তাসামুল হক ও শাহাদাত হোসেন ২টি করে উইকেট নেন।

ব্যাট হাতে দলকে লড়াই করার পুঁজি এনে দেওয়ার পর বল হাতেও জ্বলে উঠেন রাহাতুল। বাঁ-হাতি স্পিনার রাহাতুলের ঘূর্ণিতে ১৪৮ রানের টার্গেট স্পর্শ করতে পারেনি পারটেক্স। ১ বল থাকতে ১১৪ রানে গুটিয়ে যায় তারা। দলের পক্ষে ধীমান ঘোষ ৪৪ রান করেন। ৪ ওভারে ৩৪ রানে ৪ উইকেট নেন রাহাতুল। ম্যাচ সেরা হয়েছেন তিনি।

এদিকে, বাঁ-হাতি স্পিনার নাবিল সামাদের ঘূর্ণিতে কুপোকাত শাইনপুকুর। ১২ ওভারের নির্ধারিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৮১ রান করে রূপগঞ্জ। সানজামুল ইসলাম ২৪ ও অধিনায়ক নাইম ইসলাম অপরাজিত ১৮ রান করেন।

জবাবে নাবিলের ঘূর্ণিতে পড়ে ১২ ওভারে ৬ উইকেটে ৬৭ রানের বেশি করতে পারেনি শাইনপুকুর। ২ ওভারে ১ মেডেনসহ ১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন নাবিল।

নিজেদের ৫ খেলায় ৮ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে প্রাইম ব্যাংক। সমান সংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে শেখ জামাল। একই সমান ৫ খেলায় ৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে ব্রাদার্স। সমান সংখ্যক ম্যাচে সবগুলোতেই হেরেছে পারটেক্স।

এছাড়া ৫ খেলায় ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে রয়েছে রূপগঞ্জ। সমান সংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে রয়েছে শাইনপুকুর।

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মুশফিক-মোসাদ্দেকের জোড়া ফিফটি আবাহনীর জয়

মুশফিক-মোসাদ্দেকের জোড়া ফিফটি আবাহনীর জয়

খেলাঘরের বিপক্ষে ওল্ড ডিওএইচএসের সহজ জয়

খেলাঘরের বিপক্ষে ওল্ড ডিওএইচএসের সহজ জয়

নাবিলের স্পিন ঘূর্ণিতে রূপগঞ্জের জয়

নাবিলের স্পিন ঘূর্ণিতে রূপগঞ্জের জয়

প্রাইম দোলেশ্বরের কাছে পরাস্ত সাকিবের মোহামেডান

প্রাইম দোলেশ্বরের কাছে পরাস্ত সাকিবের মোহামেডান