কেন্দ্রীয় চুক্তিতে ২২ নারী ক্রিকেটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৬ এএম, ১৬ জুন ২০২১
কেন্দ্রীয় চুক্তিতে ২২ নারী ক্রিকেটার

প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে আসছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী বছরের জন্য ২২ জন নারী ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখে তালিকা চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য নিশ্চিত  করেছেন।

মঙ্গলবার (১৫ জুন) বিসিবির পরিচালনা পর্ষদের সভায় নারী ক্রিকেটারদের চুক্তি বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সাংবাদিকদের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ২২ জন নারী ক্রিকেটারকে এ চুক্তির অন্তর্ভুক্ত করা হয়েছে। কাল-পরসুর মধ্যে তালিকা জানিয়ে দেওয়া হবে।

এশিয়া কাপে শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে সালমা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। এছাড়া এশিয়ার সেরা দল হওয়ার মধ্য দিয়ে চলতি বছর টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা পেয়েছেন সালমা-সুলতনারা। বাংলাদেশ নারী ক্রিকেটে এমন সাফল্যে সন্তুষ্ট হয়ে কেন্দ্রীয় চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিল বোর্ড।

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সালমা-সুলতানাদের জন্য কোচ খুঁজছে বিসিবি

সালমা-সুলতানাদের জন্য কোচ খুঁজছে বিসিবি

কমনওয়েলথ গেমসে সরাসরি খেলতে পারছে না বাংলাদেশের মেয়েরা

কমনওয়েলথ গেমসে সরাসরি খেলতে পারছে না বাংলাদেশের মেয়েরা

টেস্ট মর্যাদা পেল বাংলাদেশের নারীরা

টেস্ট মর্যাদা পেল বাংলাদেশের নারীরা

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ৮ম স্থানে সালমা-সুলতানারা

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ৮ম স্থানে সালমা-সুলতানারা