ঈদের দিনও ম্যাচ খেলবে টাইগাররা!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩১ এএম, ২৪ জুন ২০২১
ঈদের দিনও ম্যাচ খেলবে টাইগাররা!

সবকিছু ঠিকঠাক থাকলে সোমবার (২৮ জুন) জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ। এ সফরে টাইগাররা পূর্ণাঙ্গ সিরিজ খেলবে। বুধবার (২৩ জুন) সফরের জন্য দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দীর্ঘ এক মাসের সফরে জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ। লম্বা এ সফরে ক্রিকেটাররা পরিবারকে সাথে নিতে পারছেন না। শুধু তাই নয় পরিবারকে ছাড়াই পবিত্র ঈদুল আযহাও পালন করতে হবে। কারণ চলতি ২০ জুলাই আরবি দিনপঞ্জি অনুযায়ী বাংলাদেশে পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হতে পারে।

যদি ওইদিন বাংলাদেশে পবিত্র ঈদুল আযহা আয়োজিত হয় তাহলে সূচি অনুযায়ী একই দিন সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। সারাদেশ যখন ব্যস্ত থাকবে ঈদ পালনে, তখনই আইসিসি ওয়ানডে সুপার লিগের ম্যাচে মাঠে থাকবে বাংলাদেশ।

 জিম্বাবুয়ে সফরে টাইগারদের সূচি প্রকাশ

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ খেলবে এক টেস্ট, তিন ওয়ানডে এবং তিন টুয়েন্টি ম্যাচ। সব কিছু ঠিকঠাক থাকলে জুলাইয়ের ২৭ তারিখ শেষ হবে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর। জিম্বাবুয়েতে সবগুলো ম্যাচই হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে।

চূড়ান্ত সূচি এবং সময় (বাংলাদেশ)
টেস্ট (একমাত্র) : ৭-১১ জুলাই, দুপুর ১টা ৩০ মিনিট

ওয়ানডে
প্রথম : ১৬ জুলাই, দুপুর ১টা ৩০ মিনিট
দ্বিতীয় : ১৮ জুলাই, দুপুর ১টা ৩০ মিনিট
তৃতীয় : ২০ জুলাই, দুপুর ১ টা৩০ মিনিট।

টি-টোয়েন্টি
প্রথম : ২৩ জুলাই, বিকেল সাড়ে ৪টা
দ্বিতীয় : ২৫ জুলাই, বিকেল সাড়ে ৪টা
তৃতীয় : ২৭ জুলাই, বিকেল সাড়ে ৪টা।

 স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

জিম্বাবুয়ে সফরে টাইগারদের স্কোয়াড ঘোষণা, খেলবেন সাকিব

জিম্বাবুয়ে সফরে টাইগারদের স্কোয়াড ঘোষণা, খেলবেন সাকিব

ক্যারিয়ারের শেষ টেস্টে ইনজুরি নিয়েও খেলছেন ওয়াটলিং

ক্যারিয়ারের শেষ টেস্টে ইনজুরি নিয়েও খেলছেন ওয়াটলিং

জাতীয় দলের নতুন মুখ শামীম পাটোয়ারী

জাতীয় দলের নতুন মুখ শামীম পাটোয়ারী

লা লিগার দেশে বসবে ক্রিকেটের আন্তর্জাতিক আসর

লা লিগার দেশে বসবে ক্রিকেটের আন্তর্জাতিক আসর