বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ নিয়ে ফিঞ্চের হুঁশিয়ারি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৪ এএম, ২৬ জুন ২০২১
বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ নিয়ে ফিঞ্চের হুঁশিয়ারি

চলতি বছরে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি শুরু করেছে অস্ট্রেলিয়া। এ উপলক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ওয়েস্ট এবং বাংলাদেশ সফর করবে টিম অস্ট্রেলিয়া। এ দুই সফরে ভালো করে বিশ্বকাপ দলে নিজেদের জায়গা নেওয়ার পরামর্শ দিয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

চলতি বছরের ৯ জুলাই অজিদের ক্যারিবিয়ান সফর শুরু হবে। এ সফরে পাঁচ টি-টোয়েন্টি এবং তিন ওয়ান ডে খেলবে অস্ট্রেলিয়া। ক্যারিবিয়ান সফর শেষ করে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। বাংলাদেশ সফরে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে তার। এ দুই সফরের পারফর্মেন্সকে বিবেচনায় নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা হবে বলে মনে করেন অজি কাপ্তান ফিঞ্চ।

শুক্রবার (২৫ জুন) সংবাদমাধ্যমকে ফিঞ্চ জানান, সামনের সফরগুলো ক্রিকেটারদের জন্য ভালো সুযোগ। তিনি বলেন, ‘সামনের সফরগুলো ক্রিকেটারদের জন্য বিশ্বকাপ দলে নিজেদের জায়গা পাকা করে নেওয়ার সুযোগ। বিগব্যাশ এবং ঘরোয়া ক্রিকেট ভালো খেলেই ওরা দলে সুযোগ পাচ্ছে।’

চলতি মাসের শুরুতেই ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার জন্য দলে ছয় নতুন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও একই সময় দল থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় ছয় অজি সিনিয়র ক্রিকেটার।

সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে নিজেদের প্রমাণের সুযোগ দেখছেন ফিঞ্চ। তিনি বলেছেন ‘আমার মনে হয় অস্ট্রেলিয়ার হয়ে ভালো খেলা এবং ভালো করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সফরে থাকা সবার জন্যই নিজেকে প্রমাণ করার বড় সুযোগ।’

কাপ্তান ফিঞ্চ আরও বলেন, ‘অবশ্যই ফর্ম বিবেচনায় থাকবে। বিশ্বকাপে পরিবেশের সাথে বাংলাদেশের কন্ডিশনের মিল থাকবে। ভারত বা আরব আমিরাত দুই যেখানেই হোক বাংলাদেশের সাথে কন্ডিশনের মিল রয়েছে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আত্মঘাতী গোলের আসর ইউরো ২০২০

আত্মঘাতী গোলের আসর ইউরো ২০২০

মুলতানের ঘরে উঠলো পিএসএল শিরোপা

মুলতানের ঘরে উঠলো পিএসএল শিরোপা

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো ইংল্যান্ড

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো ইংল্যান্ড

ইউরোপিয়ান ফুটবলে থাকছে না অ্যাওয়ে গোলের সুবিধা

ইউরোপিয়ান ফুটবলে থাকছে না অ্যাওয়ে গোলের সুবিধা