মাতৃত্বকালীন ছুটিতে থেকেও পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে বিসমাহ মারুফ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৭ এএম, ২৯ জুন ২০২১
মাতৃত্বকালীন ছুটিতে থেকেও পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে বিসমাহ মারুফ

মাতৃত্বকালীন ছুটিতে থাকা বিসমাহ মারুফকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২১-২২ মৌসুমে পাকিস্তানের নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পিসিবি। চলতি বছরের মে মাসে পিসিবি ঘোষণা দিয়েছিল অভিভাবকত্বকালীন ছুটিতে থাকাকালীন সময়ে ক্রিকেটারদেরকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হবে না। সে ঘোষণা অনুযায়ী বিসমাহ মারুফকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে পিসিবি।

চলতি বছরের নারী দলের কেন্দ্রীয় চুক্তিতে ২০ জন ক্রিকেটারকে অন্তর্ভূক্ত করেছে পিসিবি। সর্বশেষ বছরে এ সংখ্যা ছিল ১৮ জন। মোট চার ক্যাটাগরিতে নারী ক্রিকেটারদের সাথে চুক্তি করবে পিসিবি।

'এ' ক্যাটাগরিতে থাকছেন বিসমাহ মারুফ এবং জাভেরিয়া খান। সর্বশেষ চুক্তিতেও তারা 'এ' ক্যাটাগরিতে ছিলেন। পিসিবির ঘোষণা অনুযায়ী মাতৃত্বকালীন ছুটিতে থাকার পরও চুক্তি থেকে বাদ পড়েননি বিসমাহ মারুফ।

এছাড়াও 'বি' ক্যাটাগরিতে থাকছেন তিন ক্রিকেটার। তারা হলেন আলিয়া রিয়াজ, দিয়ানা বেগ এবং নিদা দার। সর্বশেষ কেন্দ্রীয় চুক্তিতে 'সি' ক্যাটাগরিতে ছিলেন নিদা দার।

'সি' এবং উদীয়মান ক্রিকেটার ক্যাটাগরিতে যথাক্রমে সাত এবং আটজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হচ্ছে বলে জানিয়েছে পিসিবি। এর মধ্যে 'বি' ক্যাটাগরি থেকে 'সি' ক্যাটাগরিতে নেমে গিয়েছেন সিদ্রা নেওয়াজ এবং উদীয়মান ক্যাটাগরি থেকে 'বি' ক্যাটাগরির অন্তর্ভূক্ত হয়েছেন ফাতিমা সানা খান।

এছাড়াও বছরের সেরা পারফর্মারকে কেন্দ্রীয় চুক্তিতে নিয়ে আসার ঘোষণা দিয়েছে পিসিবি। নারী ক্রিকেটারদের বেতন শতাংশ বৃদ্ধিরও ঘোষণা দিয়েছে পিসিবি।

আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের পারফর্মেন্সের উপর ভিত্তি করেই কেন্দ্রীয় চুক্তিতে সকলকে জায়গা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পিসিবি। পাকিস্তান নারী দলের আসন্ন সফরগুলোতে অধিনায়ক হিসেবে কেন্দ্রীয় চুক্তির 'এ' ক্যাটাগরিতে থাকা জাভেরিয়া খানকে নিয়োগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইউনিস খানকে নিয়ে মুখ খুললেন মিসবাহ

ইউনিস খানকে নিয়ে মুখ খুললেন মিসবাহ

সেরেনাকে টোকিও অলিম্পিকে দেখা যাবে না

সেরেনাকে টোকিও অলিম্পিকে দেখা যাবে না

নতুন শোয়েব আখতার ‘পাচ্ছে’ পাকিস্তান

নতুন শোয়েব আখতার ‘পাচ্ছে’ পাকিস্তান

পাকিস্তান সফর করবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া : আশা এহসান মানির

পাকিস্তান সফর করবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া : আশা এহসান মানির