ভারতের ভবিষ্যত অধিনায়ক পান্থ : যুবরাজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২১ এএম, ০৯ জুলাই ২০২১
ভারতের ভবিষ্যত অধিনায়ক পান্থ : যুবরাজ

কিছুদিন আগেও ভারতীয় দলে নিয়মিত ছিলেন না ঋষভ পান্থ। তবে সাম্প্রতিক সময়ে ভারতীয় দলে নিজেকে স্থায়ী করেছেন তিনি। পান্থের মধ্যে অধিনায়ক হওয়ার সব গুণ আছে বলে মনে করেন যুবরাজ সিং। সাবেক এ অলরাউন্ডার মনে করেন পান্থ হবেন ভারতের ভবিষ্যত অধিনায়ক।

বাজে শট, অতিরিক্ত ওজন এবং অযথা উইকেট বিলিয়ে দিয়ে আসার মত গুরুতর বিভিন্ন সমালোচনার শিকার হয়েছিলেন ঋষাভ পান্থ। ২০২০ সালের আইপিএলের ১৩তম আসর থেকে নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন তিনি। আইপিএলের পর পরই হওয়া অস্ট্রেলিয়া সিরিজের সুযোগ পেয়ে তা দুর্দান্ত ভাবে কাজে লাগান তিনি।

অস্ট্রেলিয়া সফর থেকেই ব্যাট হাতে সুসময় কাটাচ্ছেন ঋষভ পান্থ। এছাড়াও ২০২১ আইপিএলের ১৪তম আসরে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন তিনি। নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ইনজুরিতে অধিনায়কত্বের দায়িত্ব পান পান্থ।

আইপিএলে পান্থের ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়কত্ব বেশ মনে ধরেছে সাবেক অলরাউন্ডার যুবরাজের। আর তাতেই ভারতের ভবিষ্যত অধিনায়ক হিসেবে পান্থকে মনে ধরেছে। এছাড়াও ঋষভ পান্থের মধ্যে গিলক্রিস্টের ছায়া দেখতে পেয়েছেন যুবরাজ।

যুবরাজ বলেন, ‘আমি একজনকে দেখছি, সে হলো ঋষভ পান্ত। ও অ্যাডাম গিলক্রিস্টের মতো খেলার গতিপথ পরিবর্তন করে দিতে পারে। গিলক্রিস্ট যখন এসেছিল তখন টেস্টে খেলার গতিপথ পরিবর্তন করে দিয়েছিল। আমার মনে হয়, ঋষভও এরকম।’

তিনি আরও বলেন, ‘ আমি মনে করি ভারতের সম্ভাব্য অধিনায়ক ঋষভ। সে মাঠে প্রচুর কথা বলতে পারে, সবাইকে মাতিয়ে রাখে এবং পরিস্থিতি বোঝে। স্মার্ট মস্তিষ্ক রয়েছে আইপিএলে দিল্লি ক্যাপিটালসে অধিনায়কত্ব করার সময় আমি ওকে দেখেছিলাম। সে তার কাজটা (অধিনায়কত্ব) বেশ ভালোভাবে করেছে। পরবর্তী সময়ে সবার পান্তকে ভারতের অধিনায়ক হিসেবে দেখা উচিত।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দুর্দান্ত তাসকিন, ক্যারিয়ারে প্রথম ফিফটি

দুর্দান্ত তাসকিন, ক্যারিয়ারে প্রথম ফিফটি

শতক হাঁকিয়ে ‘জবাব দিলেন’ মাহমুদউল্লাহ রিয়াদ

শতক হাঁকিয়ে ‘জবাব দিলেন’ মাহমুদউল্লাহ রিয়াদ

মুদ্রার উল্টো পিঠে দাঁড়িয়ে লিটনের হাফ-সেঞ্চুরি

মুদ্রার উল্টো পিঠে দাঁড়িয়ে লিটনের হাফ-সেঞ্চুরি

অভিষেক টেস্টেই আইসিসির মাস সেরা তালিকায় কনওয়ে

অভিষেক টেস্টেই আইসিসির মাস সেরা তালিকায় কনওয়ে