বয়সভিত্তিক দলের দায়িত্বে জয়াবর্ধনেকে চায় লঙ্কা বোর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫২ এএম, ১০ জুলাই ২০২১
বয়সভিত্তিক দলের দায়িত্বে জয়াবর্ধনেকে চায় লঙ্কা বোর্ড

চলতি বছরের জুলাইয়ে অনুষ্ঠিত হবে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। এ সিরিজের ভারতীয় দলের কোচের দায়িত্বে আছেন সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। এর আগে ভারতীয় বয়সভিত্তিক দলের দায়িত্বে ছিলেন দ্রাবিড়। এমনভাবেই শ্রীলঙ্কার বয়সভিত্তিক দলের কোচ হিসেবে মাহেলা জয়াবর্ধনেকে দেখতে চান সাবেক লঙ্কান অধিনায়ক অরবিন্দু ডি সিলভা।

ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানানোর পর কোচিংকেই পেশা হিসেবে নিয়েছেন সাবেক লঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে কোচ হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় তাকে বয়স ভিত্তিক দলের দায়িত্বে আনার চেষ্টা চালাচ্ছে লঙ্কা বোর্ড।

শ্রীলঙ্কা সফররত ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের উত্থানটাও ঠিক এমনই ছিল। ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানানোর পর কোচিংকেই পেশা হিসেবে নিয়েছেন দ্রাবিড়। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে কোচিংয়ের পর ঘরোয়া বয়সভিত্তিক দলের দায়িত্ব আসেন তিনি। এছাড়াও জাতীয় ক্রিকেট একাডেমির দায়িত্বও পালন করেছিলেন। ঠিক এমন কাঠামোর মধ্য দিয়েই মাহেলা জয়াবর্ধনেকে কোচ হিসেবে পেতে চায় শ্রীলঙ্কা।

এ বিষয়ে সাবেক লঙ্কান অধিনায়ক অরবিন্দু ডি সিলভা বলেন, ‘বয়সভিত্তিক দলের দায়িত্বে যখন রাহুলের মত শৃঙ্খলা পরায়ণ লোক থাকে, তখন ক্রিকেটাররা অবশ্যই শৃঙ্খলাপরায়ণ হবে। এছাড়াও ওই সময়ে স্বপ্নের হিরোকে কোচ হিসেবে পেলে ওদেরও ভালো করার ইচ্ছা অনেক বেড়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘মাহেলার রাহুল দ্রাবিড়ের মত একজন কোচ হওয়ার মত যোগ্যতা রয়েছে। ওকে বয়সভিত্তিক দলের কোচ করার চেষ্টা করা হচ্ছে। এখন অনূর্ধ্ব ১৯ দলের দায়িত্ব নিলে দলকে সহজেই ও গড়ে তুলতে পারবে। আর এতে শ্রীলঙ্কা ক্রিকেটেরই উন্নতি হবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

যে কারণে তেড়ে গিয়েছিলেন তাসকিন

যে কারণে তেড়ে গিয়েছিলেন তাসকিন

আবারও মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার ফুটবল লিগ

আবারও মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার ফুটবল লিগ

চুক্তি সমস্যায় অধিনায়কত্ব হারালেন পেরেরা

চুক্তি সমস্যায় অধিনায়কত্ব হারালেন পেরেরা

ক্রিকেটে ফ্রান্সকে উড়িয়ে দিল জার্মানি

ক্রিকেটে ফ্রান্সকে উড়িয়ে দিল জার্মানি