সামনে বিশ্বকাপ, ফিটনেসে ছাড় দিতে রাজি নন সাইফউদ্দিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৭ এএম, ২০ জুলাই ২০২১
সামনে বিশ্বকাপ, ফিটনেসে ছাড় দিতে রাজি নন সাইফউদ্দিন

বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে সব দেশ। প্রত্যেক দেশই আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় পার করছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। জিম্বাবুয়ের সিরিজের পর একের পর এক আন্তর্জাতিক সিরিজ এবং বিশ্বকাপ খেলবে টাইগাররা। এ সময় নিজেকে ফিট রাখতে চান অলরাউন্ডার সাইফউদ্দিন।

ঘরের মাঠে চারটি সিরিজ খেলে বিশ্বকাপ খেলতে মধ্যপ্রাচ্যে পাড়ি জমাবে বাংলাদেশ। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য সিরিজগুলো এবং বিশ্বকাপকে কেন্দ্র করে সবাই নিজেকে ফিট রাখতে কাজ করছেন বলে জানান সাইফউদ্দিন।

সাইফউদ্দিন বলেন, ‘সামনে আমাদের অনেক খেলা আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অনেকগুলো হোম ও অ্যাওয়ে সিরিজ আছে। তাই প্রত্যেকটা প্লেয়ার তাদের ফিটনেস নিয়ে সিরিয়াস। যে যার মত সকাল-বিকাল ফিটনেস নিয়ে কাজ করছে। আমিও ব্যতিক্রম নই, ফিটনেসে আমার সঠিক সময়টা দিচ্ছি।’

পারফর্মেন্সের থেকে ফিট থাকাটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন তরুণ এ অলরাউন্ডার। তিনি বলেন, ‘পারফর্মেন্স হয়তো একদিন হবে একদিন হবে না। তবে ফিট থাকলে আমি যেকোনো দিন আমি পারফর্ম করতে পারবো।’

এছাড়াও শ্রীলঙ্কা সফর থেকে টানা খেলার মধ্যে আছে বাংলাদেশ দল। এ কারণে শরীরের উপর দিয়েও বেশ ধকল যাচ্ছে বলেন জানান সাইফউদ্দিন। ‘বেশ কিছুদিন আগে ২৫ দিনে ১৬ টা ম্যাচ খেলেছি। তাই শরীরের উপর অনেক ধকল গিয়েছে। অনেক লম্বা জার্নি করে আবার এখানে (জিম্বাবুয়ে) আসলাম। তাই শরীরের উপর দিয়ে অনেকটা ধকল যাচ্ছে।’

বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে সবসময় ফিট রাখার জন্যও কাজ করছেন। বলেন, ‘বিশ্বকাপ সামনে রেখে নিজেকে ফিট রাখতে হবে। কারণ ফিট থাকাটা ইম্পর্ট্যান্ট।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের পক্ষে যত হিট উইকেট

বাংলাদেশের পক্ষে যত হিট উইকেট

পরিশ্রম ছিল, ছিল মনের সাথে লড়াই : সাকিব

পরিশ্রম ছিল, ছিল মনের সাথে লড়াই : সাকিব

সাকিবের সাথে খেলে ছোটবেলার স্বপ্নপূরণ হয়েছে সাইফউদ্দিনের

সাকিবের সাথে খেলে ছোটবেলার স্বপ্নপূরণ হয়েছে সাইফউদ্দিনের

সাকিব-সাইফউদ্দিনের প্রশংসায় পঞ্চমুখ তামিম

সাকিব-সাইফউদ্দিনের প্রশংসায় পঞ্চমুখ তামিম