শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচে ভারতের পাঁচ অভিষেক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৪ এএম, ২৪ জুলাই ২০২১
শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচে ভারতের পাঁচ অভিষেক

 

সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে নিজেদের বেঞ্চ শক্তির পরীক্ষা করতে মাঠে নেমেছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাঁচ ক্রিকেটারের অভিষেক করিয়েছে। চার দশকের মধ্যে প্রথমবারের মত একসাথে পাঁচজন ক্রিকেটারের অভিষেক ঘটালো ভারত।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে ভারত। এ ম্যাচের মাধ্যমে প্রথমবারের ভারতের হয়ে ওয়ানডে খেলতে নেমেছেন পাঁচ ক্রিকেটার। তারা হলেন- সাঞ্জু স্যামসন, নিতিশ রানা, কৃষ্ণাপ্পা গৌতম, রাহুল চাহার এবং চেতন শাকারিয়া। 

এদের মধ্যে নিতিশ রানা, কৃষ্ণাপ্পা গৌতম এবং চেতন শাকারিয়া প্রথমবারের মত ভারতীয় দলের জার্সি গায়ে জড়ালেন। স্যামসন এবং রাহুল চাহার এর আগে অবশ্য ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন।

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। প্রথম দুই ম্যাচের একাদশে কোনো পরিবর্তন না থাকলেও তৃতীয় ম্যাচের একাদশের ছয় পরিবর্তন করে টিম ম্যানেজমেন্ট।

ভারতের মূলদল ইংল্যান্ড সফরে থাকায় দ্বিতীয় সারির দল নিয়ে শ্রীলঙ্কা সফরে যায় ভারত। সেই দ্বিতীয় সারির দলেও বেঞ্চ শক্তির পরীক্ষা করতে নেমেছে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতীয় দল।

ভারত স্কোয়াড
শিখর ধাওয়ান, পৃথ্বী শ, সাঞ্জু স্যামসন, সুরিয়া কুমার যাদব, মনীষ পান্ডে, হার্দিক পান্ডিয়া, নিতিশ রানা, কৃষ্ণাপ্পা গৌতম,রাহুল চাহার, নবদ্বীপ সাইনি, চেতন শাকারিয়া।

শ্রীলঙ্কা স্কোয়াড
আভিষ্কা ফার্নান্দো, মিনোদ ভানুকা, ভানুকা রাজাপাক্ষে, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আশালাঙ্কা, দাশুন শানাকা, রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্নে, দুশমন্থ চামিরা, অকিলা ধনঞ্জয়া,প্রভীন জয়াবিক্রমা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারত দলে চোট সমস্যা, ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর

ভারত দলে চোট সমস্যা, ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর

করোনা জয় করে দলে ফিরলেন ঋষভ পান্থ

করোনা জয় করে দলে ফিরলেন ঋষভ পান্থ

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা ইংল্যান্ডের

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা ইংল্যান্ডের

মন্ত্রী হয়েও ক্রিকেট মাঠে মনোজ তিওয়ারি

মন্ত্রী হয়েও ক্রিকেট মাঠে মনোজ তিওয়ারি