আফগানিস্তান দলের ভূয়সী প্রশংসায় ইমরান খান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪২ এএম, ৩০ জুলাই ২০২১
আফগানিস্তান দলের ভূয়সী প্রশংসায় ইমরান খান

গত বছরের নভেম্বরে আফগানিস্তান সফরে সেই দেশের ক্রিকেটারদের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

ক্রিকেটে আফগানিস্তানের পথচলাটা খুব বেশি পুরাতন নয়। তবে এরই মাঝে দলটি বেশ বড় কিছু সাফল্য নিজেদের করে নিয়েছে। তাছাড়া দলটির একাধিক খেলোয়াড়ের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতাও রয়েছে। ক্রিকেটে আফগানিস্তানের এমন সাফল্যের প্রশংসা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, সাবেক ক্রিকেটার ইমরান খান।

বুধবার (২৮ জুলাই) পাকিস্তান-আফগানিস্তান ইয়ূথ ফোরাম আয়োজিত এক প্রশ্নোত্তর পর্বে ইমরান খান আফগানিস্তান ক্রিকেটের প্রশংসা করেন। ক্রিকেট বিশ্বে কোন দেশ এত অল্প সময়ে আফগানিস্তানের মতো উন্নতি করতে পারে নাই বলে মনে করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

ইমরান খান তার বক্তব্যে বলেন, 'বর্তমান সময়ে আফগানিস্তান ক্রিকেটে যে অবস্থান তৈরি করেছে তা অন্যদেশ গুলোর তৈরি করতে ৭০ বছর লেগেছিল।'

উল্লেখ্য যে, গত বছরের নভেম্বরে আফগানিস্তান সফরে গিয়েছিল ইমরান খান । সেখানেই তিনি আফগানিস্তান দলকে পাকিস্তান সফরের জন্য আহ্বান জানান। আফগান ক্রিকেটারদের স্বাক্ষর সম্বলিত একটি ব্যাটও তখন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে উপহার দেন আফগানিস্তানের ক্রিকেটাররা। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

৯ ওভারেও নিষ্পত্তি হলো না  উইন্ডিজ-পাকিস্তান ম্যাচ

৯ ওভারেও নিষ্পত্তি হলো না উইন্ডিজ-পাকিস্তান ম্যাচ

মিরপুরে থাকলেও মাঠে প্রবেশে আটকে গেলেন গামিনী

মিরপুরে থাকলেও মাঠে প্রবেশে আটকে গেলেন গামিনী

জিম্বাবুয়ে জয় করে দেশে ফিরলো বাংলাদেশ ক্রিকেট দল

জিম্বাবুয়ে জয় করে দেশে ফিরলো বাংলাদেশ ক্রিকেট দল

‘নতুন’ ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো শ্রীলঙ্কা

‘নতুন’ ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো শ্রীলঙ্কা