‘নতুন’ ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫২ পিএম, ২৯ জুলাই ২০২১
‘নতুন’ ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার বিপক্ষে ভারত এমনিতেই তাদের দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সেই দ্বিতীয় সারির দলও মাঠে নামাতে পারেনি ভারত। ক্রুনাল পান্ডিয়ার করোনা আক্রান্তের ঘটনায় তার সংস্পর্শে আসা সকল ক্রিকেটারকে আইসোলেশনে পাঠানো হয়। আর তাতে একদমই ‘নতুন’ এক দল নিয়ে মাঠে নামে ভারত। সেই দলের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয় নিয়ে সিরিজে সমতা ফেরায় শ্রীলঙ্কা।

বুধবার (২৮ জুলাই) রাতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারত নতুন পাঁচজন খেলোয়াড় নিয়ে মাঠে নামে। পুরো একাদশে মূল ব্যাটার ছিল পাঁচজন, বাকি ছয়জনই ছিল অলরাউন্ডার এবং বোলার।

এমন ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৪ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে।

কলম্বোতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। দলের অভিজ্ঞ ব্যাটার শিখর ধাওয়ান ব্যতিত কেউই এদিন পাওয়া সুযোগকে কাজে লাগাতে পারেনি।

ধাওয়ানের ৪০ ও দেবদূত পাদ্দিকালের ২৯ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে ভারত। শ্রীলঙ্কার আকিলা ধনঞ্জয়া দুই উইকেট লাভ করেন।

১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা জয় পেলেও খুব সহজে পায়নি। তাদেরকে জয় পেতে অপেক্ষা করতে হয় শেষ ওভার পর্যন্ত।

ধনঞ্জয়া ডি সিলভার ৪০ ও মিনোদ ভানুকার ৩৬ রানের উপর ভর করে ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা। ভারতের কুলদীপ যাদব ২টি উইকেট নেন। ম্যাচসেরা হন ধনঞ্জয়া ডি সিলভা। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সৌম্যর উন্নতি

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সৌম্যর উন্নতি

মিরপুরে ফ্লাড লাইটের আলোতে হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

মিরপুরে ফ্লাড লাইটের আলোতে হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

অস্ট্রেলিয়া সিরিজে দর্শক তো ন’ই, পরিচালকদের জন্যও আলাদা ব্যবস্থা

অস্ট্রেলিয়া সিরিজে দর্শক তো ন’ই, পরিচালকদের জন্যও আলাদা ব্যবস্থা

অধিনায়ক হওয়ার পর পারফরম্যান্স ভালো হচ্ছে : বাবর আজম

অধিনায়ক হওয়ার পর পারফরম্যান্স ভালো হচ্ছে : বাবর আজম