করোনায় আক্রান্ত কিউই পেসার ফার্গুসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৯ এএম, ২৬ আগস্ট ২০২১
করোনায় আক্রান্ত কিউই পেসার ফার্গুসন

ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টে খেলাকালীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লুকি ফার্গুসন। এ কারণে ইয়র্কশায়ারের হয়ে কোয়ার্টার ফাইনালে সাসেক্সের বিপক্ষে মাঠে নামতে পারেননি এ পেসার।

মঙ্গলবার (২৪ আগস্ট) ভাইটালিটি ব্লাস্টের করা এক টুইটে জানানো হয় করোনায় আক্রান্ত হয়েছেন লুকি ফার্গুসন। সে টুইটে তার সুস্থতা কামনা করেছেন তারা।

টুইটে বলা হয়েছে, ‘দুর্ভাগ্যবশত লুকি ফার্গুসন কোভিড-১৯ পজিটিভ হওয়ায় রাতে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবে না। দ্রুত সুস্থ হয়ে ওঠো লুকি।’

চলতি টি-টোয়েন্টি ব্লাস্টে ইয়র্কশায়ারের বোলিং আক্রমণের অন্যতম ভরসা ছিলেন লুকি ফার্গসুন। ইয়র্কশায়ারের হয়ে ১০ ম্যাচে ৭.২৭ ইকোনমিতে ১৪ উইকেট শিকার করেছেন তিনি।

ফার্গুসনের ছিটকে যাওয়ার দিনে সাসেক্সের কাছে ৫ উইকেটে হেরেছে ইয়র্কশায়ার। করোনা নেভেটিভ না হওয়া পর্যন্ত মাঠে নামতে পারবেন না তিনি।

চলতি বছরে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের নিউজিল্যান্ড স্কোয়াডে আছেন লুকি ফার্গুসন। এ কারণে বিশ্বকাপের আগে বাংলাদেশ ও পাকিস্তান সফরের দলে তাকে রাখেনি ক্রিকেট নিউজিল্যান্ড।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে অবৈধ বোলিং অ্যাকশন, নিষিদ্ধ জিম্বাবুয়ের স্পিনার

বাংলাদেশের বিপক্ষে অবৈধ বোলিং অ্যাকশন, নিষিদ্ধ জিম্বাবুয়ের স্পিনার

বাংলাদেশ পৌঁছে করোনা পজিটিভ এক কিউই ক্রিকেটার

বাংলাদেশ পৌঁছে করোনা পজিটিভ এক কিউই ক্রিকেটার

সিপিএলের আগে আইসোলেশনে ব্রাথওয়েট

সিপিএলের আগে আইসোলেশনে ব্রাথওয়েট

ল্যাঙ্গাভেল্ট-ডালা ছাড়াই শ্রীলঙ্কায় যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

ল্যাঙ্গাভেল্ট-ডালা ছাড়াই শ্রীলঙ্কায় যাচ্ছে দক্ষিণ আফ্রিকা