বাংলাদেশ ক্রিকেটেও হবে দু’টি ভিন্ন জাতীয় দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫০ এএম, ২৭ আগস্ট ২০২১
বাংলাদেশ ক্রিকেটেও হবে দু’টি ভিন্ন জাতীয় দল

ভারতের মতো বাংলাদেশ ক্রিকেটেও দুটি ভিন্ন জাতীয় দল (পুরুষ) গঠন করা হবে। যা একই সাথে খেলবে দু’টি ভিন্ন দেশের বিপক্ষে। শুধু তাই নয়, করোনাকালীন চলমান পরিস্থিতির মাঝেও খুব শিগগিরই দু’টি ভিন্ন জাতীয় দলকে মাঠে দেখা যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা শেষে বিসিবি বস এমন তথ্য জানান। তিতি বলেন, খুব শিগগিরই বাংলাদেশে দু’টি ভিন্ন জাতীয় দল গঠন করা হবে। একই সাথে তারা দুটি ভিন্ন দেশের বিপক্ষে খেলবে।

এর আগে জানানো হয়েছিল, জাতীয় দলের আদলে আরও একটি ‘ছায়া জাতীয় দল’ গঠন করবে বিসিবি। তবে এবার ভিন্ন তথ্য দিলেন বিসিবি সভাপতি। বলেন, ছাঁয়া জাতীয় দল নয়, দু’টি ভিন্ন জাতীয় দল গড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এছাড়া নতুন মাঠ তৈরি, বায়ো-বাবলের সফলতা এবং টি-টোয়েন্টি স্কোয়াডের গভীরতা নিয়েও কথা বলেন নাজমুল হাসান পাপন। বলেন, বিসিবি নিজের অর্থায়নেই মাঠ গড়তে প্রস্তুত। যেকোন ব্যক্তিগত প্রোপার্টি বা মানানসই জমি পেলেই বিসিবি সেটা অধিগ্রহণ করবে এবং মাঠ তৈরির কাজ শুরু করবে।

এদিকে, চার বছর পর অনুষ্ঠিত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এর আগে সর্বশেষ ২০১৭ সালে বিসিবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

২০২২ বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ছে ডোমিঙ্গোর

২০২২ বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ছে ডোমিঙ্গোর

বড় দল হয়ে ওঠার যাত্রা শুরু করলো বাংলাদেশ : সাকিব

বড় দল হয়ে ওঠার যাত্রা শুরু করলো বাংলাদেশ : সাকিব

সিনিয়র-জুনিয়র বিষয় না, দলের জন্য খেলি : আফিফ

সিনিয়র-জুনিয়র বিষয় না, দলের জন্য খেলি : আফিফ

এক সময় বকা দিতেন, এখন শামীমের জন্য দোয়া চান বাবা-মা

এক সময় বকা দিতেন, এখন শামীমের জন্য দোয়া চান বাবা-মা