ম্যারাথন এক জুটি উপহার দিলেন আবাহনীর দুই ওপেনার এনামুল হক বিজয় আর নাজমুল হোসেন শান্ত। সাভারের তিন নাম্বার মাঠে ঢাকা প্রিমিয়ার সুপার লিগের ম্যাচে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ২৩৬ রানের অবিশ্বাস্য এক জুটি গড়েন তারা।
শেষপর্যন্ত এনামুল হক বিজয়ের রানআউটে ভেঙেছে ২৩৬ রানের জুটিটি। ১২৬ বল মোকাবেলায় ১২৮ রান করে আউট হয়েছেন বিজয়, যে ইনিংসে ৭টি চারের সঙ্গে ৬টি ছক্কা হাঁকিয়েছেন ডানহাতি এই ওপেনার। শান্তর ব্যাট থেকে আসে ১০৬ বলে ১২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১২১।
ভারতের হানুমা বিহারী ৩৬ বলে ৬৬ ও মোহাম্মদ মিঠুন ২৪ বলে ৪৭ রানের অপরাজিত ঝড়ো ইনিংস খেলে বিশাল স্কোর এনে দেন। নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে দলীয় সংগ্রহ দাঁড়ায় চার উইকেটে ৩৯৩।
তবে সঙ্গী হারালেও তার দেখানো পথেই হেঁটেছেন শান্ত, তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। মারকুটে এই ব্যাটসম্যান তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন ছক্কা