ভুয়া খবরে ওয়াসিম আকরামের ক্ষোভ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৯ এএম, ০২ সেপ্টেম্বর ২০২১
ভুয়া খবরে ওয়াসিম আকরামের ক্ষোভ

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হতে আগ্রহী ওয়াসিম আকরাম-এমন খবর প্রকাশিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এ কিংবদন্তি পেসার। ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, কখনই পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব নিতে চাননি তিনি।

পিসিবির সূত্রের বরাত দিয়ে সোমবার (৩০ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল প্রধানমন্ত্রী ইমরান খান রমিজ রাজাকে মনোনয়ন দেওয়ার আগে ওয়াসিম আকরাম আগ্রহ দেখিয়েছিলেন। দ্রুতই এ খবর ছড়িয়ে পড়ে। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াও এ খবর প্রকাশ করে।

মঙ্গলবার (৩১ আগস্ট) নিজের অবস্থান পরিষ্কার করেছেন ওয়াসিম আকরাম। এছাড়া টাইমস অব ইন্ডিয়াকে ভিত্তিহীন খবর না ছড়ানোর জন্যও অনুরোধ করেন এ কিংবন্তি পেসার।

তিনি বলেন, ‘দয়া করে, এ ধরনের খবর ছড়ানো বন্ধ করুন। টাইমস অব ইন্ডিয়া ভারতের শীর্ষস্থানীয় সংবাদপত্র। এসব ভিত্তিহীন সংবাদ প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করে। পিসিবির চেয়ারম্যানের পদে কাজ করতে কখনই আগ্রহী ছিলাম না।’

সম্প্রতি পিসিবির বোর্ড অব গভর্নরের সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন রমিজ রাজা। এমনও গুঞ্জন আছেন এহসান মানির পর পিসিবির চেয়ারম্যান হবেন রমিজ রাজা। পিসিবির বোর্ড অব গভর্নর নির্বাচিত হওয়ায় ওয়াসিম তার পুরোনো সতীর্থকেও অভিনন্দন জানিয়েছেন।

রমিজ রাজাকে অভিনন্দন জানিয়ে ওয়াসিম আকরাম লিখেন, ‘পিসিবির চেয়ারম্যান হতে প্রধানমন্ত্রীর দ্বারা বিওজি সদস্য হিসেবে মনোনীত হওয়ার জন্য রমিজ রাজাকে অভিনন্দন। আমার বিশ্বাস, রমিজ পাকিস্তান ক্রিকেটে একটি ইতিবাচক পরিবর্তন আনবে। কারণ তার দর্শন ও অভিজ্ঞতা রয়েছে। পাকিস্তান ক্রিকেটের বড় একটি উত্থান প্রয়োজন এবং তোমার প্রতি আমার সমর্থন আছে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মাঠে দর্শক ফেরাচ্ছে পাকিস্তান

মাঠে দর্শক ফেরাচ্ছে পাকিস্তান

ক্রিকেটকে বিদায় বললেন স্টেইন

ক্রিকেটকে বিদায় বললেন স্টেইন

আইপিএলে ফিরলেও অধিনায়কত্ব পাচ্ছেন না শ্রেয়াস আইয়ার

আইপিএলে ফিরলেও অধিনায়কত্ব পাচ্ছেন না শ্রেয়াস আইয়ার

নতুন দুই মুখ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার দল

নতুন দুই মুখ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার দল