মাঠে দর্শক ফেরাচ্ছে পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৫ এএম, ০১ সেপ্টেম্বর ২০২১
মাঠে দর্শক ফেরাচ্ছে পাকিস্তান

তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সেপ্টেম্বরে পাকিস্তানে যাবে নিউজিল্যান্ড। ঘরের মাঠে এ সিরিজ দিয়েই মাঠে দর্শক ফেরাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের ন্যাশন্যাল কমান্ড এন্ড অপারেশন সেন্টার এক বিবৃতিতে মাঠে ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ওয়ানডে সিরিজে সাড়ে চার হাজার দর্শকে মাঠে প্রবেশ করতে দেওয়া হবে। টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ সাড়ে পাঁচ হাজার দর্শক প্রবেশ করতে পারবে।

চলতি বছরের ১৭ আগস্ট থেকে শুরু হবে নিউজিল্যান্ডের পাকিস্তান সফর। ওয়ানডে ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে দুই দল। সিরিজের শেষ দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৯ এবং ২১ সেপ্টেম্বর।

চলতি বছরের ২৫ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে দুই দলের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

মাঠে দর্শক প্রবেশ করতে দেওয়ার বিষয়ে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘দর্শকরা খেলাধুলার প্রাণ। তাদের অনুপ্রেরণাতেই খেলোয়াড়রা ভালো পারফর্ম করে। আমরা এনসিওসিকে ধন্যবাদ জানাচ্ছি আট ম্যাচে ২৫ শতাংশ প্রবেশের অনুমতি দেওয়ায়।’

ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরাই একমাত্র মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন। মাঠে দর্শক প্রবেশের বিষয়টি ভ্যাক্সিন নিতে উৎসাহী করে তুলবে বলে মনে করেন পিসিবির প্রধান নির্বাহী।

তিনি বলেন, ‘আমি নিশ্চিত ই সিদ্ধান্তের পর যেসব ক্রিকেট সমর্থক এখনও ভ্যাকসিন দেয়নি তারা ভ্যাকসিন দিতে উৎসাহিত হবে। ভ্যাকসিন নিলেই ঘরের মাঠে ২০০৩ সালের পর এবারই প্রথম এ দুই দলের লড়াই দেখতে পাবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেটকে বিদায় জানালেন স্টুয়ার্ট বিনি

ক্রিকেটকে বিদায় জানালেন স্টুয়ার্ট বিনি

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের অফিসিয়ালদের নাম প্রকাশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের অফিসিয়ালদের নাম প্রকাশ

আইপিএলে ফিরলেও অধিনায়কত্ব পাচ্ছেন না শ্রেয়াস আইয়ার

আইপিএলে ফিরলেও অধিনায়কত্ব পাচ্ছেন না শ্রেয়াস আইয়ার

আইপিএল থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর

আইপিএল থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর